Sukanta Majumdar: পাজামা-পাঞ্জাবি ছেড়ে বিদেশের মাটিতে ‘নিউ লুক’ সুকান্ত‌ মজুমদারের

Last Updated:

সুকান্ত মজুমদারের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের পেজে বৃহস্পতিবার এরকম একাধিক ছবি ও ভিডিও সামনে এসেছে।

বিদেশের মাটিতে ‘নিউ লুক’ সুকান্ত‌ মজুমদারের
বিদেশের মাটিতে ‘নিউ লুক’ সুকান্ত‌ মজুমদারের
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: স্যুট-টাই পরে‌ নিউ লুকে সুকান্ত মজুমদার। বিদেশের মাটিতে যাকে বলে একেবারে স্যুটেড অ্যান্ড বুটেড সুকান্ত মজুমদার ! সুকান্ত মজুমদারের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের পেজে বৃহস্পতিবার এরকম একাধিক ছবি ও ভিডিও সামনে এসেছে।
একাধারে তিনি বিজেপির রাজ্য সভাপতি আর অন্যদিকে কেন্দ্রের মোদি সরকারের শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী। ‌পাজামার সঙ্গে ধবধবে সাদা আবার কখনওবা হরেকরকম পাঞ্জাবির সঙ্গে তাঁর নিত্যসঙ্গী থাকে উত্তরীয়। বাংলার মানুষ এই বেশেই দেখে অভ্যস্ত সুকান্ত মজুমদারকে। তবে ‘বাঙালি বাবু’ থেকে এখন তিনি ‘সাহেব’। জি২০ সম্মেলনে বিদেশের মাটিতে ভারত সরকারের হয়ে প্রতিনিধিত্ব করতে যাওয়া আন্তর্জাতিক মঞ্চে‌ সুকান্ত মজুমদার আজ ‘অন্য’ সাজে।
advertisement
advertisement
সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে, সুকান্ত মজুমদারকে কখনও ব্রাজিলের ফোর্টালেজায় G20 অন্তর্ভুক্ত রাষ্ট্রগুলির শিক্ষামন্ত্রীদের বৈঠকের ফাঁকে সৌদি আরবের শিক্ষামন্ত্রী ইউসুফ আল বেনিয়ার সঙ্গে বৈঠকের পর স্যুট- টাই পরা অবস্থায় একসাথে ছবি তুলতে। আবার কখনওবা ব্রাজিলের ফোর্টালেজায় অনুষ্ঠিত G20 শিক্ষা সম্মেলনে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সময়ও স্যুট- টাই পরিহিত অবস্থায় বিকশিত ভারতের লক্ষ্যে এগিয়ে চলা শিক্ষা ব্যবস্থার উন্নতির বিষয়গুলির মধ্যে দিয়ে জাতীয় শিক্ষানীতির বিষয় সম্পর্কে আন্তর্জাতিক মঞ্চে বক্তব্য রাখতে। ‌
advertisement
স্যুটেড বুটেড সুকান্ত মজুমদারের ‘নিউ লুক’-এর‌ এরকম একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার দিন সুকান্ত মজুমদারকে দেখা যায় একেবারে বাঙালি বেশে ধুতি পাঞ্জাবি পরে শপথ নিতে। দিল্লিতে তাঁর দফতর হোক বা বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতেও পাজামা পাঞ্জাবি‌ পরতেই দেখা যায় সুকান্ত মজুমদারকে। সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়ার আগে কিম্বা অধ্যাপনা করার সময়‌ শার্ট- প্যান্ট বেশির ভাগ সময় তাঁর পরনে থাকলেও পুরোদস্তুর রাজনীতিতে পা রাখার পর থেকেই পাজামা পাঞ্জাবি আর জহর কোটেই সুকান্ত মজুমদারকে এখন বেশি দেখা যায়।‌
advertisement
প্রসঙ্গত, ভারত সরকারের প্রতিনিধি হয়ে প্রণব মুখোপাধ্যায়ের পর প্রথম কোনও বাঙালি হিসেবে সুকান্ত মজুমদার আন্তর্জাতিক মঞ্চে যোগ দেওয়ার সুযোগ পেলেন। ব্রাজিলে অনুষ্ঠিত আন্তর্জাতিক স্তরে শিক্ষা মন্ত্রীদের জি২০ বৈঠকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন বাংলা থেকে সুকান্ত মজুমদার।‌‌ সেখানেই ‘নিউ লুক’ সুকান্তর। ঘনিষ্ঠ মহলে সুকান্ত মজুমদার বার বারই বলে থাকেন‌ যে, সাধারণ বাঙালি বেশেই তিনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে পরিস্থিতির কারণে কখনও কখনও নিজেকে ‘পরিবর্তন’ করতেই হয়। নিজের সোশ্যাল মিডিয়ায় সুকান্ত মজুমদার লিখেছেন, ‘‘ব্রাজিলের ফোর্টালেজায় অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীদের সম্মেলনে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত বোধ করছি। বৈঠকে বিকশিত ভারতের লক্ষ্যে এগিয়ে চলা শিক্ষা ব্যবস্থার উন্নতির বিষয়গুলির মধ্যে দিয়ে জাতীয় শিক্ষানীতির (NEP) বিষয় সম্পর্কে উপস্থাপন করলাম।’’
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sukanta Majumdar: পাজামা-পাঞ্জাবি ছেড়ে বিদেশের মাটিতে ‘নিউ লুক’ সুকান্ত‌ মজুমদারের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement