‘মুখ্যমন্ত্রীর ক্ষমতা নেই বাংলায় সিএএ আটকানোর...’, পাল্টা চড়া সুর সুকান্তর 

Last Updated:

‘‘সিএএ লাগু হতে দেব না। বাংলায় সবাই নাগরিক।’’ মমতার এই বক্তব্যকে কার্যত চ্যালেঞ্জ সুকান্ত মজুমদারের। 

‘মুখ্যমন্ত্রীর ক্ষমতা নেই বাংলায় সিএএ আটকানোর...’, পাল্টা চড়া সুর সুকান্তর 
‘মুখ্যমন্ত্রীর ক্ষমতা নেই বাংলায় সিএএ আটকানোর...’, পাল্টা চড়া সুর সুকান্তর 
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা- ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা নেই সিএএ আটকানোর।  আমরা পশ্চিমবঙ্গে উদ্বাস্তু হয়ে যারাই এসেছেন তাদের প্রত্যেককে নাগরিকত্ব দেব। সিএএ-এর মাধ্যমেই দেব।’’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পাল্টা ঠিক এই ভাষাতেই জবাব দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
বুধবার চেন্নাই যাওয়ার আগে বিমাবন্দরের বাইরে সিএএ নিয়ে কেন্দ্রীয় সরকারকে এক হাত নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বিমাববন্দরে প্রবেশের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘‘এ সব নির্বাচনের কথা মাথায় রেখে করা হয়েছে। এ সব আমরা হতে দেব না ৷’’ অর্থাৎ, তিনি আবারও স্পষ্ট করে বলে দিলেন, সিএএ হোক সেটা তিনি চাইছেন না ৷ আগেই গুজরাতে নাগরিকত্ব বিষয়ে বিশেষ ঘোষণা করে কেন্দ্রীয় সরকার ৷ স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে বলা হয়, গুজরাতের দু’টি জেলা আনন্দ এবং মেহসনিতে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আগত অমুসলিমরা এসে আশ্রয় নিয়েছেন, তাঁদের নাগরিকত্ব দেওয়া হবে ৷ তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘‘বাংলায় এসব হবে না। বাংলায় সবাই নাগরিক। গুজরাত ভোটের দিকে তিকিয়েই এসব হচ্ছে।’’
advertisement
advertisement
তবে  মুখ্যমন্ত্রীকে কার্যত চ্যালেঞ্জের সুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বললেন, ‘‘বাংলায় সিএএ লাগু হবেই। মুখ্যমন্ত্রীর কত ক্ষমতা আছে আমরা দেখব সিএএ আটকে দেওয়ার।’’  গুজরাতের পর এবার কী টার্গেট বাংলা? ভোটের গুজরাতে অ-মুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক। ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন মেনে পদক্ষেপ। এর সঙ্গে সঙ্গেই বঙ্গ বিজেপি এই সুযোগ ছাড়ছে না। তারা ফের সিএএ হয়ে গলা ফাটাতে শুরু করেছে।
advertisement
উৎসবের মরশুম শেষ হতেই ফের বঙ্গে চর্চায় সিএএ। উনিশের লোকসভা ভোটে মতুয়াদের মন জিততে, সিএএ-কে অস্ত্র হিসেবে ব্যবহার করে গেরুয়া শিবির। কিন্তু, তারপর তিন বছর কেটে গিয়েছে। সংসদে সংশোধিত নাগরিকত্ব আইন পাস করালেও তা কার্যকর করতে আজও বিধি তৈরি করে উঠতে পারেনি অমিত শাহের মন্ত্রক। তবে গুজরাতের পর বাংলার পদ্ম শিবির সিএএ নিয়ে আশায় বুক বাঁধছে। গুজরাতে অ-মুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত। যাকে ঢাল করে ফের সিএএ নিয়ে সরব বাংলার পদ্ম নেতারা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘মুখ্যমন্ত্রীর ক্ষমতা নেই বাংলায় সিএএ আটকানোর...’, পাল্টা চড়া সুর সুকান্তর 
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement