Camp for Bangladeshi: বাংলাদেশি শরণার্থীদের জন্য ক্যাম্প খুললেন সুকান্ত মজুমদার...CAA নিয়ে যাবতীয় সাহায্যের আশ্বাস
- Published by:Satabdi Adhikary
- Reported by:Susmita Mondal
Last Updated:
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিবেশী দেশ থেকে ভারতে আসা শরণার্থীদের নাগরিকত্বের জন্য আবেদন করার আহ্বান জানিয়েছেন। এছাড়া যুবক-যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে একটি মোবাইল অ্যাপের সূচনা করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এদিন বালুরঘাটের রেনুকা লজে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে 'সুকান্ত মজুমদার' নামাঙ্কিত অ্যাপসের শুভ সূচনা করেন শিক্ষা প্রতিমন্ত্রী।
কলকাতা: বাংলাদেশি শরণার্থীদের জন্য নিজের দফতরেই ক্যাম্প খুলেছেন সুকান্ত মজুমদার। বালুরঘাটের পালিনগরের ওই দফতরে সিএএ-র ফর্ম ফিলআপ চলবে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এর নির্দেশ মেনে এবার মাঠে নামল দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি। এনিয়ে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘‘বহু মানুষ সিএএতে আবেদন করেছেন। যদিও সবাই এখনও পর্যন্ত ফর্ম ফিলআপ করতে পারেননি। আবেদন করতে গিয়ে অনেকে বিভিন্ন সমস্যায় পড়েছেন। কীভাবে ফর্ম ফিলআপ করতে হবে, কী কী নথিপত্র দরকার এইসব নিয়ে ধারণা দিতে সিএএ সহায়তা শিবির করা হয়েছে। আপাতত বিজেপির পক্ষ থেকে কয়েকটি জায়গায় এই শিবিরের আয়োজন হচ্ছে। ভবিষ্যতে আমরা রাজ্যের সব জায়গায় এই শিবিরের আয়োজন করব।’’
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিবেশী দেশ থেকে ভারতে আসা শরণার্থীদের নাগরিকত্বের জন্য আবেদন করার আহ্বান জানিয়েছেন। এছাড়া, যুবক-যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে একটি মোবাইল অ্যাপের সূচনা করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এদিন বালুরঘাটের রেনুকা লজে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘সুকান্ত মজুমদার’ নামাঙ্কিত অ্যাপসের শুভ সূচনা করেন শিক্ষা প্রতিমন্ত্রী।
advertisement
advertisement
বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানান, এই অ্যাপের মাধ্যমে এলাকার বেকার যুবক-যুবতীরা বিভিন্ন চাকরির সন্ধান পাবে, চাকরির আবেদন করতে পারবে। পাশাপাশি, চাকরির জন্য ছাত্রদের যে স্কিলের প্রয়োজন, এই অ্যাপের মাধ্যমেই বিনামূল্যে সেইসব কোর্সে ভর্তি হয়ে স্কিল উন্নয়ন ও চাকরির যোগ্য হয়ে উঠতে পারবে।
advertisement
যদিও তা বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রত্যন্ত এলাকার ছাত্র-ছাত্রীদের জন্য করেছেন, তবুও এই অ্যাপসের মাধ্যমে সমগ্র রাজ্য তথা দেশের ছাত্র-ছাত্রীরা চাকরি সুযোগ পাবে। সিএএ কিংবা এস আই আর নিয়ে রাজ্য সরকার সাধারণ মানুষকে ভুল বোঝার চেয়ে অভিযোগ বারংবার তুলেছে বিজেপি। আগামী নির্বাচনের আগে কোনভাবেই নিজেদের জায়গা ছাড়তে নারাজ বিজেপি । যে কারণেই এখন থেকে আটঘাট বেঁধে নামতে চাইছে রাজ্য বিজেপি নেতৃত্ব।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,New Delhi,Delhi
First Published :
August 15, 2025 11:48 AM IST