Dilip Ghosh Sukanta Majumdar: সুকান্তই থাকছেন না দিলীপ ফিরছেন? বিজেপির রাজ্য সভাপতি পদে কে, দুই বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে
- Reported by:Maitreyee Bhattacharjee
- news18 bangla
- Published by:Debamoy Ghosh
Last Updated:
লোকসভা নির্বাচনে হারের পর থেকেই কিছুটা অন্তরালে ছিলেন দিলীপ ঘোষ৷ রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গেও দূরত্ব তৈরি হয়েছিল তাঁর৷
বিজেপি রাজ্য সভাপতি পদে কি থেকে যাচ্ছেন সুকান্ত মজুমদার? রাজ্য সভাপতি পদে বদলের সম্ভাবনা নিয়ে জল্পনা ছড়ালেও আগামী বছর বিধানসভা নির্বাচন পর্যন্ত বালুরঘাটের সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রীর উপরেই সম্ভবত আস্থা রাখতে চলেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব৷ দিল্লিতে বিজেপির অন্দরমহল সূত্রে খবর সেরকমই৷
সোমবারই দিল্লিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে রাজ্যের বিজেপি সাংসদদের নিয়ে সুকান্ত মজুমদারের বাড়িতে একটি বৈঠক হয়৷ সূত্রের খবর, সুকান্তই যে রাজ্য সভাপতি পদে থাকছেন এই বৈঠক তারই ইঙ্গিত ছিল৷ কলকাতায় কেন্দ্রীয় নেতা সুনীল বনসল, অমিত মালব্যদের সঙ্গে বৈঠকের পরেই দিল্লিতে দলীয় সাংসদদের উপস্থিতিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে নিজের বাসভবনে সুকান্ত মজুমদারের বৈঠকের পরই এই জল্পনা তুঙ্গে।
advertisement
যদিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বৈঠকের শেষে দাবি করেছেন, এ দিনের বৈঠক পূর্ব নির্ধারিতই ছিল৷ এই বৈঠকে রাজ্য সভাপতি অথবা জেলা সভাপতি নির্বাচন নিয়ে কোনও আলোচনাই হয়নি৷
advertisement
এরই মধ্যে আগামিকাল রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে আসার কথা দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের৷ দলের বিধায়কদের সঙ্গেও দেখা করার কথা তাঁর৷ লোকসভা নির্বাচনে হারের পর থেকেই কিছুটা অন্তরালে ছিলেন দিলীপ ঘোষ৷ রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গেও দূরত্ব তৈরি হয়েছিল তাঁর৷ সেভাবে দলীয় কর্মসূচিতেও দেখা যাচ্ছিল না দিলীপ ঘোষকে৷ নিজের মতো করে জেলায় জেলায় গিয়ে দলের পুরনো নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন দিলীপ ঘোষ৷
advertisement
এই পরিস্থিতিতে ফের তাঁর সঙ্গে শুভেন্দু অধিকারীর বৈঠকের খবরে বিজেপির অন্দরেও নতুন করে জল্পনা ছড়িয়েছে৷ রাজ্য বিজেপির সভাপতির পদে দিলীপ সাফল্য তর্কাতীত৷ ফলে বঙ্গ বিজেপির শীর্ষ পদে দিলীপ ঘোষের প্রত্যাবর্তন ঘটছে কি না, সেই জল্পনাও শুরু হয়েছে৷
সহ প্রতিবেদন- পারাদীপ ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 17, 2025 10:43 PM IST










