'আমরাও পায়ের মাপ নিতে জানি', সৌগত রায়কে পাল্টা সুকান্তর! চরম হুঁশিয়ারি

Last Updated:

Sukanta Majumdar: এ রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিও তৃণমূলকে চাপে রাখতে সদাব্যস্ত। কোন দলই রাজনৈতিক জমি ছাড়তে রাজি নয়।

সুকান্তর পাল্টা সৌগতকে
সুকান্তর পাল্টা সৌগতকে
#কলকাতা: ১৫ অগাস্ট বিজেপির রাজ্য অফিসে পতাকা উত্তোলন করতে এসে  তৃণমূলকে প্রবল আক্রমণ শানালেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ইতিমধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূল কংগ্রেসের দুই হেভিওয়েট নেতা, মন্ত্রী। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে রয়েছে আরও বেশ কিছু নেতামন্ত্রী। রাজ্য সরকারের সমালোচনায় মুখর বিরোধীরা। তৃণমূল কংগ্রেস নিয়ে রাজ্যের বিরোধী দলগুলো রীতিমতো রাস্তায় নেমে পড়েছে। অন্যদিকে এ রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিও তৃণমূলকে চাপে রাখতে সদাব্যস্ত। কোন দলই রাজনৈতিক জমি ছাড়তে রাজি নয়।
গুড় বাতাসা ,চড়াম চড়াম এখন বীরভূমের গণ্ডিতে খুবই কম শোনা যাচ্ছে। কিন্তু তার থেকেও বেশি করে পাল্লা দিয়ে রাস্তায় নেমে পড়েছে সৌগত রায়, মদন মিত্ররা। সৌগত রায় নিদান দিয়েছেন তৃণমূলের বিরুদ্ধে কথা বললে-' তার চামড়া দিয়ে পায়ের জুতো বানাবেন'। তারই প্রত্যুত্তরে সুকান্ত মজুমদার বলেন 'চামড়া দিয়ে যদি কেউ জুতো বানাতে আসে, তাহলে তার পায়ের মাপটা নিতে জানি।'
advertisement
advertisement
স্বাধীনতা দিবসের দিন সকাল থেকেই বিজেপি পার্টি অফিসে যেরকম দলের নেতা-নেত্রী এবং সমর্থকদের ভিড় হওয়ার কথা ছিল, সেই রকম কোনও ভিড় অবশ্য চোখে পড়েনি। ৪০ থেকে ৫০ জনকে নিয়ে পতাকা উত্তোলন করেন সুকান্ত মজুমদার, সঙ্গে ছিলেন প্রাক্তন রাজ্য সম্পাদক রাহুল সিনহা। তবে রাহুল সিনহাকে এই দিনটিতে মঞ্চ থেকে কিছু বলতে দেওয়া হয়নি।
advertisement
তিনি মঞ্চে সুকান্তের পাশে বসেন এবং সুকান্তর সঙ্গে মঞ্চ থেকে নেমে যান।  মোটের ওপর সুকান্ত বুঝিয়ে দিলেন, তৃণমূল কংগ্রেস যদি আক্রমণ করে, তিনি ও তার দল প্রস্তুত রয়েছেন। যদিও  এদিন সকালে তার দলের লোকেরা খুব কম সংখ্যায় উপস্থিত ছিলেন।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'আমরাও পায়ের মাপ নিতে জানি', সৌগত রায়কে পাল্টা সুকান্তর! চরম হুঁশিয়ারি
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement