সিবিআইয়ের কাছে হাজিরা দেওয়া নিয়ে সময় চাইছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়

Last Updated:

রোজভ্যালি কাণ্ডে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সিবিআইয়ের কাছে হাজিরার জন্য আরও কিছুটা সময় চেয়ে আবেদন

#কলকাতা: রোজভ্যালি কাণ্ডে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সিবিআইয়ের কাছে হাজিরার জন্য আরও কিছুটা সময় চেয়ে আবেদন করলেন সিবিআইয়ের কাছে৷ ৷ ৩ জানুয়ারি সিবিআই জেরা করার কথা ছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ৷ তবে ৩ তারিখের বদলে ১৮ জানুয়ারি জেরা করার জন্য আবেদন করলেন সুদীপ ৷ হাজিরা দেওয়ার জন্য নতুন করে সুদীপকে আর কোনও সময় দিতে চাইছে না কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
অন্যদিকে তৃণমূল সাংসদ তাপস পালের ৩ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিল ভুবনেশ্বরে সিবিআই-এর বিশেষ আদালত ৷
শনিবার দুপুর ১.৩০ নাগাদ আদালতে তোলা হয় তাপস পালকে ৷ দেড় ঘণ্টা বাইরে বসার পর এজলাসে ঢোকেন সস্ত্রীক তাপস ৷ স্ত্রী ও আইনজীবীর কাছে একাধিকবার প্রশ্ন করেন তাপস পাল, ‘‘আমার জামিন হবে তো ?’’ সওয়াল-জবারের শুরুতে তাপসের বয়ান জানতে চান বিচারক ৷ প্রত্যুত্তরে তাপস জানান, ‘আমি নির্দোষ’ ৷ কথা বলতে গিয়ে এজলাসেই কেঁদে ফেলেন তিনি ৷ জানা যাচ্ছে, এজলাসে দাঁড়িয়েই হাত-পা কাঁপতে থাকে তাপসের ৷ সওয়াল-জবাব চলাকালীন অসুস্থবোধও করেন তিনি ৷ স্ত্রী নন্দিনীকে সেসময় নিজের অসুস্থতার কথা জানান তৃণমূল সাংসদ ৷ এজলাসেই তাপসকে চেয়ারে বসতে দেওয়ার জন্য বিচারকের কাছে আবেদন জানান তাঁর আইনজীবী ৷ শুনানি শেষ হওয়ার পর বিচারক আইও-কে কেস ডায়েরি দিতে বলেন। তাপস পালের বিরুদ্ধে সিবিআই যে অভিযোগ এনেছে তা খতিয়ে দেখেন বিচারক। তদন্তকারীদের সঙ্গে কথাও বলেন তিনি। সিবিআই-এর তরফে অবশ্য তাপস পালের ৫ দিনের সিবিআই হেফাজত চাওয়া হয় ৷ সব কিছু খতিয়ে দেখার পর তাপস পালের তিন দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন বিচারক। আগামী মঙ্গলবার, ৩ জানুয়ারি ফের তাঁকে আদালতে তোলা হবে।
advertisement
advertisement
প্রসঙ্গত বয়ানে একাধিক অসঙ্গতি থাকায় শুক্রবার দু'দফায় চার ঘণ্টার জেরার পর তৃণমূল সাংসদকে গ্রেফতার করে সিবিআই। জেরায় উঠে আসে বেশ কয়েকজন সাংসদ-নেতা-মন্ত্রীর নামও। জিজ্ঞাসাবাদের জন্য আগামীদিনে ডাকা হতে পারে তাঁদের ৷ রাতভোর ভুবনেশ্বরের সিবিআই অফিসে তাপস পালকে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ রাতে ফের অসুস্থ বোধ করেন তাপস পাল ৷ চিকিত্সকরা পরীক্ষা করেন তাপস পালকে ৷ রোজ ভ্যালির ব্যবসা সম্প্রসারণে সাহায্য করেন তিনি বলে অভিযোগ ৷ নদিয়া জেলায় টাকা সংগ্রহেও ভূমিকা ছিল তাঁর ৷ সাধারণ মানুষের টাকা তোলায় সহযোগিতার কাজে প্রত্যক্ষভাবে জড়িয়েছিলেন তিনি ৷ তাপস পালের কাছে বশ কিছু নথি চাওয়া হয়েছিল ৷ সেই নথিও দেননি তাপস বলে অভিযোগ ৷ সিবিআইয়ের কাছে সদুত্তর দিতে পারেননি তাপস ৷ এরপর তাকে গ্রেফতার করা হয় ৷ রোজভ্যালির ফিল্ম ডিভিশন সংস্থার ডিরেক্টর করা হয় তাপস পালকে ৷ রোজভ্যালির সঙ্গে তাপস পালের চেক ও নগদে আর্থিক লেনদেনের প্রমাণ মিলেছে বলে সিবিআই সূত্রে খবর। চিট ফান্ডের টাকা সিনেমায় লগ্নি করতে সাহায্য করা হয়েছে বলে তাপস পালের বিরুদ্ধে অভিযোগ ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
সিবিআইয়ের কাছে হাজিরা দেওয়া নিয়ে সময় চাইছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement