Sudip Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের পর কে? 'উত্তরসূরি' প্রসঙ্গে যা বললেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়

Last Updated:

Sudip Banerjee: রবিবার রামনবমীর দিন উল্টোডাঙ্গা স্টেশনের পাশে শ্রী শ্রী গ্রহরাজ ও বজরংবলী মন্দিরের উদ্বোধন করলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই নেত্রীর নাম নিয়ে গলা চড়ালেন প্রবীণ সাংসদ।

মমতা বন্দ্যোপাধ্যায়ের পর কে?
মমতা বন্দ্যোপাধ্যায়ের পর কে?
কলকাতা: রাম নবমীর দিন পুজো দিয়ে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে সোচ্চার হলেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। রবিবার রামনবমীর দিন উল্টোডাঙ্গা স্টেশনের পাশে শ্রী শ্রী গ্রহরাজ ও বজরংবলী মন্দিরের উদ্বোধন করলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই নেত্রীর নাম নিয়ে গলা চড়ালেন প্রবীণ সাংসদ।
মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরি কে হবেন, মুখ খুললেন সেই প্রসঙ্গেও। সুদীপের মন্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেলে তিনি তাঁর মনোনীত ব্যক্তিকেই রাজ্যের মুখ্যমন্ত্রী করবেন। এদিন উল্টোডাঙ্গাতে মন্দিরের উদ্বোধন করে সুদীপ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে চক্রান্ত করে ফেলে দেওয়ার চেষ্টা চলছে। কোনওভাবেই সেই চক্রান্ত সফল হবে না।”
advertisement
advertisement
আরও এক ধাপ এগিয়ে সাংসদ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় আগামী নির্বাচনে ২৫০ এর বেশি আসন পাবে।” এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক সুপ্তি পাণ্ডে,কাউন্সিলর শান্তি রঞ্জন কুণ্ডু,শ্রেয়া পাণ্ডেও।
প্রসঙ্গত, রামনবমীকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে- রবিবার উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করেছে রাজ্য প্রশাসন। শুধুমাত্র কলকাতাতেই প্রায় ৬ হাজার পুলিশ কর্মীকে পথে নামিয়েছে লালবাজার। রামনবমীর শোভাযাত্রাকে কী কী নিয়ম মেনে চলতে হবে, এ বিষয়ে বিভিন্ন জেলার পুলিশ সুপার এবং কমিশনাররা আয়োজকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন। তারই মধ্যে শহর থেকে জেলায় চলেছে মিছিল।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sudip Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের পর কে? 'উত্তরসূরি' প্রসঙ্গে যা বললেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement