Sudip Bandyopadhyay: ২০২৪ সালে 'মোদি মুক্ত ভারত'...! বিরাট দাবি সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Sudip Bandyopadhyay: 'সামনে ৫ রাজ্যে ভোট। অপেক্ষা করুন। INDIA জোট দেশবাসীকে মুক্তি দিতে পারবে। যুক্তিপূর্ণ মতামত দিয়ে বোঝানো হচ্ছে। আমাদের অবস্থানের পেছনে মানুষের সমর্থন আছে৷' এমনই দাবি করলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: মোদি-সরকারের নেতৃত্বাধীন কেন্দ্রের বিজেপি সরকারকে তুমুল আক্রমণ শানিয়ে সুদীপ বলেন, “বিজেপির অহঙ্কার এতটাই বেড়ে গিয়েছে যে তাঁরা বিরোধী দলের কন্ঠরোধ করছে। এবার আওয়াজ উঠবে মোদি হঠাও।”
প্রবীণ তৃণমূল সাংসদ আরও যোগ করেন, “কারগিলে স্বায়ত্তশাসিত ভোটের ২২ আসন পেল INDIA, বিজেপি পেল ২, নির্দল পেল ২ আসন৷ কারগিল থেকে হাওয়া উঠছে INDIA আসছে৷ পশ্চিমবঙ্গ পথ দেখাচ্ছে। INDIA আসছে।
advertisement
advertisement
সুদীপ বলেন, সংযুক্ত রাষ্ট্রীয় কাঠামো মেনে যে সরকার চালানোর কথা সেটা কেন্দ্র চালাচ্ছে না। ২৯ রাজ্যের মধ্যে ১৫ রাজ্যে বিজেপি নেই৷ সরকারে তারা নেই৷ তাই মোদি মুক্ত ভারত বাস্তবায়ন করা সম্ভব। ইতিমধ্যেই NDA জোট থেকে ১৪ দল বেরিয়ে গিয়েছে। এছাড়া মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রে সরকার ফেলে দিল বিজেপি। আগামী ২০২৪ সালে বিজেপি বাংলা ও দিল্লি থেকে বিদায় নেবে৷”
advertisement
সুদীপ বন্দ্যোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 09, 2023 3:05 PM IST









