আবার বাংলা বনধ, টানা ৩ দিন ছুটি
Last Updated:
পর পর তিনদিন ছুটি ভোগ করতে পারবেন বাংলার মানুষ ৷ সৌজন্যে এসইউসিআইয়ের ধর্মঘট ! এবার পাস ফেল প্রথা চালু করার দাবিতে ধর্মঘটের ডাক দিল এসইউসিআই ৷
#কলকাতা: পর পর তিনদিন ছুটি ভোগ করতে পারবেন বাংলার মানুষ ৷ সৌজন্যে এসইউসিআইয়ের ধর্মঘট ! এবার পাস ফেল প্রথা চালু করার দাবিতে ধর্মঘটের ডাক দিল এসইউসিআই ৷
১৭ জুলাই ১২ ঘণ্টা সারা বাংলা ধর্মঘটের ডাক দিল এসইউসিআই ৷ পাস-ফেল প্রথা চালুর দাবিতে ধর্মঘটের ডাক প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাস-ফেল ৷
পাশ-ফেল নিয়ে কেন্দ্রের মুখাপেক্ষী রাজ্য ৷ অষ্টম শ্রেণী পর্যন্ত পাশ ফেল প্রক্রিয়া ফিরিয়ে আনা হবে কিনা তা নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত কেন্দ্রের হাতেই ছেড়ে দিল রাজ্য ৷ তবে নবান্নে এদিন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পাশ-ফেল প্রক্রিয়া পুনরায় চালু করাতেই আগ্রহ দেখালেন ৷ একসঙ্গে তাঁর বক্তব্য, রাজ্যে ড্রপ-আউট কমানোই হোক মূল লক্ষ্য ৷ পাশ-ফেল প্রক্রিয়ায় অনুত্তীর্ণদের জন্য বিশেষ প্রশিক্ষণ চালু করার পক্ষেও সওয়াল করলেন শিক্ষামন্ত্রী ৷
advertisement
advertisement
অষ্টম শ্রেণী নয়, পরীক্ষার মাধ্যমে পঞ্চম শ্রেণী থেকে পাশ-ফেল প্রক্রিয়া চালু করতে চাইছে কেন্দ্র ৷ বর্তমানে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের নো ডিটেনশন পলিসি অনুযায়ী, ক্লাস এইট পর্যন্ত কাউকে ফেল করানো হয় না ৷ অষ্টম শ্রেণী পর্যন্ত পরীক্ষায় অনুত্তীর্ণ হলেও নতুন শ্রেণীতে ক্লাস করার যোগ্যতা আপনাআপনিই পেয়ে যায় পড়ুয়ারা ৷ শুধু মাত্র শেখার উপর জোর দিতেই এই নীতি চালু করা হয়েছিল ৷
advertisement
পাশ ফেল প্রথা চালু করা নিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘কেন্দ্রের কাছ থেকে আগে সুনির্দিষ্ট প্রস্তাব আসুক ৷ তারপর মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করব ৷ তারপরই পদক্ষেপ করা হবে ৷’ একই সঙ্গে তাঁর বক্তব্য, ‘আমরা চাই পাশ-ফেল ফিরুক ৷ শিক্ষাকে আরও আকর্ষণীয় করে তুলতে হবে ৷ তবে লক্ষ হবে ড্রপ আউট কমানো ৷ যারা ফেল করবে তাদের জন্য বিশেষ প্রশিক্ষণ ৷ এটা রাজ্য সরকারের মত ৷’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 02, 2017 6:35 PM IST