আবার বাংলা বনধ, টানা ৩ দিন ছুটি

Last Updated:

পর পর তিনদিন ছুটি ভোগ করতে পারবেন বাংলার মানুষ ৷ সৌজন্যে এসইউসিআইয়ের ধর্মঘট ! এবার পাস ফেল প্রথা চালু করার দাবিতে ধর্মঘটের ডাক দিল এসইউসিআই ৷

#কলকাতা: পর পর তিনদিন ছুটি ভোগ করতে পারবেন বাংলার মানুষ ৷ সৌজন্যে এসইউসিআইয়ের ধর্মঘট ! এবার পাস ফেল প্রথা চালু করার দাবিতে ধর্মঘটের ডাক দিল এসইউসিআই ৷
১৭ জুলাই ১২ ঘণ্টা সারা বাংলা ধর্মঘটের ডাক দিল এসইউসিআই ৷ পাস-ফেল প্রথা চালুর দাবিতে ধর্মঘটের ডাক প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাস-ফেল ৷
পাশ-ফেল নিয়ে কেন্দ্রের মুখাপেক্ষী রাজ্য ৷ অষ্টম শ্রেণী পর্যন্ত পাশ ফেল প্রক্রিয়া ফিরিয়ে আনা হবে কিনা তা নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত কেন্দ্রের হাতেই ছেড়ে দিল রাজ্য ৷ তবে নবান্নে এদিন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পাশ-ফেল প্রক্রিয়া পুনরায় চালু করাতেই আগ্রহ দেখালেন ৷ একসঙ্গে তাঁর বক্তব্য, রাজ্যে ড্রপ-আউট কমানোই হোক মূল লক্ষ্য ৷ পাশ-ফেল প্রক্রিয়ায় অনুত্তীর্ণদের জন্য বিশেষ প্রশিক্ষণ চালু করার পক্ষেও সওয়াল করলেন শিক্ষামন্ত্রী ৷
advertisement
advertisement
অষ্টম শ্রেণী নয়, পরীক্ষার মাধ্যমে পঞ্চম শ্রেণী থেকে পাশ-ফেল প্রক্রিয়া চালু করতে চাইছে কেন্দ্র ৷ বর্তমানে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের নো ডিটেনশন পলিসি অনুযায়ী, ক্লাস এইট পর্যন্ত কাউকে ফেল করানো হয় না ৷ অষ্টম শ্রেণী পর্যন্ত পরীক্ষায় অনুত্তীর্ণ হলেও নতুন শ্রেণীতে ক্লাস করার যোগ্যতা আপনাআপনিই পেয়ে যায় পড়ুয়ারা ৷ শুধু মাত্র শেখার উপর জোর দিতেই এই নীতি চালু করা হয়েছিল ৷
advertisement
পাশ ফেল প্রথা চালু করা নিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘কেন্দ্রের কাছ থেকে আগে সুনির্দিষ্ট প্রস্তাব আসুক ৷ তারপর মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করব ৷ তারপরই পদক্ষেপ করা হবে ৷’ একই সঙ্গে তাঁর বক্তব্য, ‘আমরা চাই পাশ-ফেল ফিরুক ৷ শিক্ষাকে আরও আকর্ষণীয় করে তুলতে হবে ৷ তবে লক্ষ হবে ড্রপ আউট কমানো ৷ যারা ফেল করবে তাদের জন্য বিশেষ প্রশিক্ষণ ৷ এটা রাজ্য সরকারের মত ৷’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
আবার বাংলা বনধ, টানা ৩ দিন ছুটি
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement