দিলচাঁদের পর রাজ্যে ফের হৃৎপিণ্ডের সফল প্রতিস্থাপন, অন্ধ্রের যুবকের দিল পেলেন সল্টলেকের বাসিন্দা

Last Updated:
#কলকাতা: দিলচাঁদের পর রাজ্যে ফের হৃৎপিণ্ডের সফল প্রতিস্থাপন। অন্ধ্রের যুবকের দিল পেলেন সল্টলেকের প্রৌঢ়। নতুন রেকর্ড গড়ল ইএম বাইপাসের ধারের ফর্টিস হাসপাতাল।
চলতি বছরের মে মাসে ঝাড়খণ্ডের বাসিন্দা দিলচাঁদ সিংয়ের হৃৎপিণ্ডের সফল প্রতিস্থাপন হয়েছিল কলকাতায়। তার চার মাস পর হৃৎপিণ্ডের প্রতিস্থাপন হল আরেক প্রৌঢ়ের শরীরে। সেই ফর্টিস হাসপাতালেই।
advertisement
জবাব দিয়েছিল সল্টলেকের ব্যবসায়ী সমীরণ দত্তের হৃদপিণ্ড। চিকিৎসকরা তা বদলের পরামর্শ দিয়েছিলেন। কিন্তু, কোথায় পাওয়া যাবে নতুন হৃৎপিণ্ড? এই প্রশ্নই বড় হয়ে দেখা দিয়েছিল দত্ত পরিবারের কাছে। হঠাৎই সুযোগ। দুর্ঘটনায় ব্রেন ডেথ হয় অন্ধ্রপ্রদেশের কাঁকিনাড়ার বছর চব্বিশের এক যুবকের। তাঁর হৃৎপিণ্ডই সমীরণ দত্তের বুকে প্রতিস্থাপনের সিদ্ধান্ত।
advertisement
-যুবকের হৃৎপিণ্ড সড়ক পথে রাজামুন্ড্রিতে আনা হয়
-সেখান থেকে বিশেষ বিমানে রবিবার রাত ১১.৫৫-য় হৃৎপিণ্ড আসে দমদম বিমানবন্দরে
-রাত ১২.০৩-এ বিমানবন্দর থেকে হৃৎপিণ্ড নিয়ে রওনা দেন চিকিৎসকরা
-গ্রিন করিডরের মাধ্যমে ভিআইপি রোড ধরে লেকটাউন, উল্টোডাঙা, চিংড়িহাটা হয়ে ইএম বাইপাসের ধারে বেসরকারি হাসপাতাল
-১৮ কিমি পথ পেরোতে সময় লাগে ১৬ মিনিট
advertisement
এরপরই শুরু হয় হৃৎপিণ্ড প্রতিস্থাপনের কাজ। চার ঘণ্টা ধরে অস্ত্রোপচার চলে।
ভিন রাজ্যের এক যুবকের পরিবারের সিদ্ধান্তে অভিভূত সমীরণ দত্তর পরিবার। আগামীদিনে অঙ্গদানের সচেতনতায় প্রচার চালাবেন সমীরণবাবুর ছেলে।
হৃৎপিণ্ড প্রতিস্থাপনের পর ভাল আছন সমীরণ দত্ত। তবে তাঁকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখবেন চিকিৎসকরা।
বাংলা খবর/ খবর/কলকাতা/
দিলচাঁদের পর রাজ্যে ফের হৃৎপিণ্ডের সফল প্রতিস্থাপন, অন্ধ্রের যুবকের দিল পেলেন সল্টলেকের বাসিন্দা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement