গ্রিন করিডরের সাহায্যে শহর কলকাতায় ফের হৃদযন্ত্র প্রতিস্থাপন, দাতা মুম্বইয়ের ১৬ বছর বয়সী ওংকার
Last Updated:
#কলকাতা: গ্রিন করিডরের সাহায্যে শহর কলকাতায় ফের হৃদযন্ত্র প্রতিস্থাপন। মুম্বই থেকে বিমানে হৃদযন্ত্র এল কলকাতায়। দাতা মুম্বইয়ের ১৬ বছর বয়সী ওংকার লুদবে। মুম্বই থেকে বিমানে কলকাতায় এসে পৌঁছয় ওংকারের হৃদয়।
১০টা ২৩ থেকে ১০টা ৩৯ - মাত্র ১৬মিনিট ২৩ সেকেন্ডেই ১৮ কিমি পথ পেরিয়ে বিমানবন্দর থেকে বাইপাসের পাসের হাসপাতালে আসে হৃদযন্ত্র। মঙ্গলবার রাতেই হয় অপারেশন। ব্রেন ডেথ হওয়ার পর ওঙ্কারের পরিবার অঙ্গদানের সিদ্ধান্ত নেন।
ভারতের নানা প্রান্তে তাঁর ৬টি অঙ্গ দান করা হয়। হৃদযন্ত্র পেয়েছেন কলকাতার দমদমের বাসিন্দা ৪৭ বছর বয়সী অনুষা অধিকারী। কলকাতায় বাইপাসের পাশের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসক তাপস রায়চৌধুরী ও চিকিৎসক কে এম মন্দানার তত্ত্বাবধানে হৃদযন্ত্র প্রতিস্থাপন করা হয়। মঙ্গলবার মুম্বইয়ের গ্লোবাল হাসপাতালে সন্ধ্যা ৬টা ৪০ মিনিট নাগাদ হৃদযন্ত্র সংরক্ষণ করা হয়। এর চার ঘণ্টার মধ্যেই কলকাতার হাসপাতালে এসে পৌঁছয় হৃদযন্ত্র।
advertisement
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 29, 2019 9:38 AM IST