'আবাস যোজনা' নিয়ে এবার কেন্দ্রের কাছে নালিশ! দিল্লি যাচ্ছেন শুভেন্দু

Last Updated:

এমনকি, তালিকা যাচাই করতে গিয়ে নাকি হুমকির মুখেও পড়ছেন গ্রামীণ পুলিশ, অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশাকর্মীরা। এমন সব ভুরি ভুরি অভিযোগ নিয়ে এবার কেন্দ্রের কাছে নালিশ জানাতে চলেছেন শুভেন্দু-সুকান্ত।

#দক্ষিণবঙ্গ: আবাস যোজনা নিয়ে এবার কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকে দরবার করতে চলেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার বাঁকুড়ার ওন্দার সভায় বক্তৃতা করার সময়ে এই কথা জানালেন বঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা।
এদিন শুভেন্দু জানান, আগামী সোমবার তিনি দিল্লি যাচ্ছেন। রাজধানীতে গিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতমন্ত্রী গিরিরাজ সিং-এর সঙ্গে দেখা করবেন তিনি। তাঁর সঙ্গে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারেরও থাকার কথা। বিরোধী দলনেতার দাবি, প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা যাচাই করতে গিয়ে একের পর এক যে সমস্ত অভিযোগ উঠে আসছে, তা নিয়েই কেন্দ্রীয় মন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করতে চান তাঁরা।
advertisement
সূত্রের খবর, এই বৈঠকেই আবাস যোজনা নিয়ে বিশেষ পোর্টাল চালুর আবেদন জানাবেন পদ্মশবিরের নেতারা। এমনকি, দুর্নীতি রুখতে রাজ্য ও কেন্দ্রীয় পর্যবেক্ষকের তত্ত্বাবধানে গৃহপ্রাপকদের তালিকা যাচাইয়ের ব্যবস্থা করারও আর্জি জানানো হবে বলে সূত্রের খবর।
advertisement
advertisement
সম্প্রতি কেন্দ্রের কাছ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার বরাদ্দ পেয়েছে রাজ্য। তারপরেই রাজ্যজুড়ে শুরু হয়েছে গৃহ প্রাপকদের তালিকা যাচাইয়ের কাজ। আর অভিযোগ, এই যাচাই পর্ব থেকেই কেঁচো খুঁড়তে গিয়ে উঠে আসছে কেউটে। কোথাও দেখা যাচ্ছে যাঁর চার তলা বাড়ি রয়েছে, তাঁর পরিবারের সদস্যদের নাম রয়েছে গৃহপ্রাপকদের তালিকায়। আবার, কোথাও দেখা যাচ্ছে যাঁরা কোনও রকমে মাটির বাড়িতে বাস করেন, সেই আদিবাসী পরিবারের সদস্যদেরই নাম নেই তালিকায়।
advertisement
এমনকি, তালিকা যাচাই করতে গিয়ে নাকি হুমকির মুখেও পড়ছেন গ্রামীণ পুলিশ, অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশাকর্মীরা। এমন সব ভুরি ভুরি অভিযোগ নিয়ে এবার কেন্দ্রের কাছে নালিশ জানাতে চলেছেন শুভেন্দু-সুকান্ত।
বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। এর মধ্য়ে আবাস যোজনায় তৃণমূল নেতা, প্রধান-উপপ্রপধানদের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে নিজের পরিবারের সদস্যদের নামে আবাস যোজনার ঘর নেওয়ার একাধিক অভিযোগ সামনে আসায় নিঃসন্দেহে বিব্রত রাজ্যের শাসকদল। কিন্তু এর মধ্যে বিজেপি প্রধানের বিরুদ্ধেও নিজের শাশুড়ি ও দেওরের নামে আবাস যোজনার ঘর দাবি করার অভিযোগ উঠেছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'আবাস যোজনা' নিয়ে এবার কেন্দ্রের কাছে নালিশ! দিল্লি যাচ্ছেন শুভেন্দু
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement