যাদবপুরের পর এবার রবীন্দ্র ভারতীতেও র‍্য়াগিংয়ের অভিযোগ! কাঠগড়ায় খোদ অধ্যাপকরা

Last Updated:

অভিযোগ পেয়েই জরুরি ভিত্তিতে আগামিকাল বিশ্ববিদ্যালয় অ্যান্টি র‍্য়াগিং কমিটির বৈঠক ডাকা হল।

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি
কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পর এবার র‍্য়াগিংয়ের অভিযোগ উঠল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। তাও আবার সরাসরি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের বিরুদ্ধেই সরাসরি র‍্য়াগিংয়ের অভিযোগ উঠল৷ হিন্দি বিভাগের পাঁচ জন ছাত্রীর র‍্য়াগিংয়ের অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডিন অফ স্টুডেন্টসের কাছে।
অভিযোগ পেয়েই জরুরি ভিত্তিতে আগামিকাল বিশ্ববিদ্যালয় অ্যান্টি র‍্য়াগিং কমিটির বৈঠক ডাকা হল। অভিযোগকারী পড়ুয়াদেরও ডেকে পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের বিরুদ্ধে র‍্যাগিংয়ের অভিযোগ। যাঁদের বিরুদ্ধে অভিযোগ তাঁদেরকেও আগামিকালের বৈঠকে ডাকা হয়েছে।
সিঁথি থানাতেও অভিযোগ জানানো হয়েছে বলে সূত্রের খবর। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও র‍্য়াগিংয়ের অভিযোগ স্বীকার করে নিয়েছেন৷ ডিন অফ স্টুডেন্টস আশিস সামন্ত বলেন, ‘অভিযোগ এসেছে, আগামিকাল বৈঠক ডাকা হয়েছে৷’
advertisement
advertisement
রবীন্দ্র ভারতীর উপাচার্য শুভ্র কমল মুখোপাধ্যায় বলেন, ‘আগামিকাল দুপুর ৩টের সময় অ্যান্টি র‍্য়াগিং কমিটির বৈঠক ডাকা হয়েছে। সেখানেই আমরা যা সিদ্ধান্ত নেওয়ার নেব।’
গত ৯ অগাস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের এক পড়ুয়ার রহস্যমৃত্যু হয়৷ এই মৃত্যুর কারণ হিসেবে র‍্য়াগিংকেই দায়ী করেছে পুিলশ৷ বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্তেও একই কারণ উঠে এসেছে৷ র‍‍‍‍‍‍্যাগিং রুখতে টোল ফ্রি নম্বর চালু করেছে রাজ্য সরকার৷ তা সত্ত্বেও র‍‍‍‍‍‍্যাগিংয়ের রোগ যে বিশ্ববিদ্যালয়গুলির ক্যাম্পাস থেকে সারেনি, রবীন্দ্র ভারতীর ঘটনায় তা ফের প্রমাণিত হল৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
যাদবপুরের পর এবার রবীন্দ্র ভারতীতেও র‍্য়াগিংয়ের অভিযোগ! কাঠগড়ায় খোদ অধ্যাপকরা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement