#কলকাতা: কোচিং সেন্টারে একা পেয়ে ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার বাঘাযতীন এলাকায় ৷ একটি ভাড়া বাড়িতে কোচিং সেন্টার চালাত অভিযুক্ত ও তার তিন বন্ধু ৷ সেখানেই পড়তে যেতেন ওই ছাত্রী ৷ বুধবারও সন্ধেবেলায় সেখানে ক্লাস করতে যান ছাত্রী ৷ কিন্তু সেই সময় কোচিং সেন্টারে আরও কেউ উপস্থিত ছিল না ৷ আর এই সুযোগ নিয়েই অভিযুক্ত আশিস সাউ তাকে যৌন হেনস্থা করে ৷
আরও পড়ুন: ভাগাড়ের মাংসের পর এবার নজরে মোমের প্রলেপ দেওয়া আপেল
এরপর বাড়ি ফিরে যায় ছাত্রী ৷ তার মধ্যে কিছু অস্বাভাবিক আচারণ লক্ষ্য করে পরিবারের সদস্যরা ৷ তাদের সন্দেহ হওয়াতেই মেয়ের কাছে জানতে চায় কারণ ৷ প্রথমে ভয় পেলেও পরে পুরো ঘটনাটি জানায় ছাত্রী ৷
আরও পড়ুন: চার বছর পর পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগের অনুমতি দিল সুপ্রিম কোর্ট
এরপরই কোচিং সেন্টারে চড়াও হয় মেয়েটির পরিবারের সদস্যরা ৷ চালানো হয় ভাঙচুর ৷ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে যাদবপুর থানার পুলিশ ৷ ছাত্রীর অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয় ও POCSO আইনে মামলা রুজু করা হয়েছে ৷
আরও পড়ুন: কাশ্মীরে বাড়ির সামনে থেকে পুলিশ অফিসারকে তুলে নিয়ে গেল সন্ত্রাসবাদীরা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Baghazatin, Coaching Centre