বাংলার শিক্ষক-ছাত্র সমাজ এর জবাব দেবে, বিদ্যাসাগর কলেজে অশান্তি নিয়ে প্রতিক্রিয়া পার্থ চট্টোপাধ্যায়ের
Last Updated:
#কলকাতা: অমিত শাহের রোড-শো ঘিরে কার্যত রণক্ষেত্র হয়ে উঠেছে কলেজ স্ট্রিট । এবিভিপি ও টিএমসিপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে উত্তাল কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বর । বিদ্যাসাগর কলেজে ভাঙা হয়েছে একাধিক আসবাব পত্র ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি।
গোটা ঘটনার নেপথ্যে রয়েছে বাংলার বাইরে থেকে আমদানি করা বিজেপির গুন্ডা, এমনই অভিযোগ তোলা হয়েছে তৃণমূলের তরফ থেকে । ঘটনার পর আজ বিদ্যাসাগর কলেজে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । তিনি জানিয়েছেন,' যেভাবে আজ উত্তর কলকাতায় হিংসা ছড়ালো তার কঠোর নিন্দা করছি' ।
আজকের রোড শোয়ের জন্য বিজেপি বাংলার বাইরে অন্য রাজ্য থেকে গুন্ডা আমদানি করেছিল। তারা যেভাবে আজ উত্তর কলকাতায় হিংসা ছড়ালো তার কঠোর নিন্দা করছি। এমনকি ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের মূর্তিকেও রেয়াত করা হয়নি। বাংলার শিক্ষক-ছাত্র সমাজ এর জবাব দেবে: পার্থ চট্টোপাধ্যায়
— All India Trinamool Congress (@AITCofficial) May 14, 2019
advertisement
advertisement
একইসঙ্গে তিনি জানিয়েছেন আজকের ঘটনায় ঈশ্বরচন্দ্রের মত একজন মণীষীকেও রেয়াত করা হয়নি বাংলার শিক্ষক ও ছাত্র সমাজ এর সঠিক জবাব দেবে ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 14, 2019 9:41 PM IST