• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • প্রবল বেগে বইছে ঝড়, সঙ্গে তীব্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কলকাতায়

প্রবল বেগে বইছে ঝড়, সঙ্গে তীব্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কলকাতায়

নিজস্ব চিত্র

নিজস্ব চিত্র

 • Share this:

  #কলকাতা: আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই বিকেল শেষ হতেই শুরু প্রবল ঝড়বৃষ্টি ৷ মহানগরীতে প্রবল বেগে বইছে ঝড় ৷ সঙ্গে বৃষ্টির দাপট ৷  বেশ কিছু জায়গায় গাছ উপড়ে পড়ার খবর এসেছে ৷ ঝড় ও বৃষ্টিতে আটকে পড়েছেন অফিস ফেরতা মানুষজন ৷

  বিকেল হতে ৪৫ কিলোমিটার বেগে আছড়ে পড়ল ঝড় ৷ কালবৈশাখী ঝড়ের রেশ কাটতে না কাটতেই শুরু প্রবল বেগে বৃষ্টি ৷ আবহাওয়া দফতর এদিন সকালেই পূর্বাভাস দিয়েছিল বিকেল হতেই ঝড়বৃষ্টি শুরু হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ৷

  First published: