স্ট্র্যান্ড রোড অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু : প্রশ্ন উঠছে কেন ব্যবহার করা হল 'লিফট' ?

Last Updated:

পুরনো এই বিল্ডিংয়ে কীভাবে আগুন লাগে তা জানতে ও গোটা ঘটনার তদন্তে ইতিমধ্যেই পূর্ব রেল একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে।

#কলকাতা : স্ট্র্যান্ড রোডের বহুতলে বিধ্বংসী আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। নিউ কয়লাঘাটা বিল্ডিং এর ১৩ তলা জ্বলছে দাউ দাউ করে। এদিনই সন্ধে ৬.১০ নাগাদ আগুন লাগে নিউ কয়লা ঘাট বিল্ডিং নামের ওই বহুতলে। সেখানে রয়েছে পূর্ব রেলের দফতর। ঘটনায় দমকলের চার কর্মী, দু'জন আর পি এফ কর্মী ও এক পুলিশকর্মীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। রেলের চিফ কমার্শিয়াল অফিসারেরও মৃত্যু হয় এই আগুনে।  জীবন বাঁচাতে গিয়ে মৃত্যুর মুখে পড়েন দমকলকর্মী ও পুলিশ আধিকারিকরা।  উদ্ধার কাজ চলছে।
জানা গিয়েছে লিফটের সাহায্য নেওয়াতেই ভয়াবহ বিপদের মুখে পড়েন দমকলকর্মীরা। লিফট বন্ধ হয়ে যাওয়ায় লিফটের মধ্যেই ঝলসে যান চার দমকলকর্মী ও দুই আর পি এফ কর্মী। এখানেই প্রশ্ন উঠছে, কেন লিফ্ট ব্যবহার করা হলো ? অগ্নি নির্বাপণের প্রাথমিক শর্তই যেখানে লিফ্ট ব্যবহার না করে সিঁড়ি বা মই ব্যবহার করা, সেখানে দমকলকর্মীরা কীভাবে লিফ্ট ব্যবহারের সিদ্ধান্ত নিলেন প্রশ্ন উঠছে তা নিয়েও। উত্তর খুঁজছেন দমকল আধিকারিকরা।
advertisement
জানা গিয়েছে, পুরনো এই বিল্ডিংয়ে কীভাবে আগুন লাগে তা জানতে ও গোটা ঘটনার তদন্তে ইতিমধ্যেই পূর্ব রেল একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। একজন পদস্থ কর্তার নেতৃত্বে গোটা ঘটনা নিয়ে দ্রুত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে এই কমিটিকে।
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
স্ট্র্যান্ড রোড অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু : প্রশ্ন উঠছে কেন ব্যবহার করা হল 'লিফট' ?
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement