Strand Road Fire: ঝলসে মৃত ৯, উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন রেলের

Last Updated:

বিল্ডিংয়ের ১৩ তলায় রয়েছে দক্ষিণ-পূর্ব রেলের দফতর । জানা গিয়েছে, আগুনে পুড়ে মৃত্যু হয়েছে ১ আরপিএফ কর্মীর ।

#কলকাতা: বিধ্বংসী আগুনে ঝলসে গিয়েছে কলকাতার স্ট্র্যান্ড রোডের বহুতল অফিস বিল্ডিং । আগুন নেভাতে গিয়ে পুড়ে ঝলসে মৃত্যু হয়েছে ৪ দমকলকর্মী-সহ মোট ন’জনের । মৃতদের মধ্যে ৪ জন দমকলকর্মী, একজন কলকাতা পুলিশের হেয়ারস্ট্রিট থানার এএসআই, একজন ডেপুটি সিসিএম, একজন আরপিএফ অফিসার এবং অন্য দু’জনের পরিচয় এখনও জানা যায়নি ।
সোমবার সন্ধে ৬টা ১০ মিনিট নাগাদ আগুন লাগে মিলেনিয়াম পার্কের উল্টো দিকের ওই বহুতলে, নিউ কয়লাঘাটা বিল্ডিংয়ের ১৩ তলায় । গঙ্গার হাওয়ার মুহূর্তে সেই আগুন ভয়াবহ আকার ধারণ করে । বিল্ডিংয়ের ১৩ তলায় রয়েছে দক্ষিণ-পূর্ব রেলের দফতর । জানা গিয়েছে, আগুনে পুড়ে মৃত্যু হয়েছে ১ আরপিএফ কর্মীর ।
advertisement
advertisement
ভয়াবহ এই ঘটনায় নড়েচড়ে বসেছে রেল । ইতিমধ্যেই একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে পূর্ব রেল । দ্রুত সেই কমিটিকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে । তদন্ত কমিটির মাথায় আছেন রেলের উচ্চপদস্থ একজন কর্তা । অন্যদিকে, ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এই দুর্ঘটনার জন্য রেলকে দায়ী করে কাঠগোড়ায় বসিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । গোটা ঘটনাটি ভীষণ দুর্ভাগ্যজনক মন্তব্য করে মুখ্যমন্ত্রী বলেন, রেলের কাছে ম্যাপ চাওয়া হলেও তা পাওয়া যায়নি । তাঁর অভিযোগ, রেলের লোকও উদ্ধারকার্যে হাত লাগায়নি । যদিও এই মর্মান্তিক ঘটনা নিয়ে তিনি কোনও রাজনীতি চান না বলেও জানান ।
advertisement
দমকল সূত্রে খবর, প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় অগুন নিয়ন্ত্রণে এসেছে । তবে এখনও কিছু কিছু জায়গায় পকেট ফায়ার রয়েছে । তবে জানা গিয়েছে, এখনও অনেকেই নিখোঁজ রয়েছেন । ফোনে কোনও রকম যোগাযোগ করা যাচ্ছে না তাঁদের সঙ্গে । পরিবারের লোকেরা উদ্বিগ্ন হয়ে ভিড় জমিয়েছেন ঘটনাস্থলের সামনে ।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Strand Road Fire: ঝলসে মৃত ৯, উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন রেলের
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement