দাউ দাউ করে জ্বলছে স্ট্র্যান্ড রোডের নিউ কয়লাঘাট বিল্ডিং। কমপক্ষে ৯ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। বহুতলের ১৩ তলায় আগুন লেগেছে। সন্ধে ৬টা ১০ নাগাদ আগুন লাগে। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের আঠেরোটি ইঞ্জিন। বহুতলে রয়েছে রেল দফতর। আনা হয়েছে হাইড্রলিক ল্যাডার। স্ট্র্যান্ড রোডে বন্ধ রয়েছে যান চলাচল। ঘটনাস্থলে পৌঁছেছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ও দমকলমন্ত্রী সুজিত বসু। ঘটনাস্থলে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দমকল ও পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলছেন তিনি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kolkata fire, Strand Road