স্ট্র্যান্ড রোড অগ্নিকাণ্ড : ৪ দমকলকর্মী-সহ কমপক্ষে ৯ জনের ঝলসে মৃত্যু, ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
ঘটনাস্থলে পৌঁছেছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ও দমকলমন্ত্রী সুজিত বসু।
দাউ দাউ করে জ্বলছে স্ট্র্যান্ড রোডের নিউ কয়লাঘাট বিল্ডিং। কমপক্ষে ৯ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। বহুতলের ১৩ তলায় আগুন লেগেছে। সন্ধে ৬টা ১০ নাগাদ আগুন লাগে। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের আঠেরোটি ইঞ্জিন। বহুতলে রয়েছে রেল দফতর। আনা হয়েছে হাইড্রলিক ল্যাডার। স্ট্র্যান্ড রোডে বন্ধ রয়েছে যান চলাচল। ঘটনাস্থলে পৌঁছেছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ও দমকলমন্ত্রী সুজিত বসু। ঘটনাস্থলে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দমকল ও পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলছেন তিনি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
March 08, 2021 11:02 PM IST