Stoneman Fear in Kolkata|| খাস কলকাতায় স্টোনম্যান আতঙ্ক! ফুটপাথে শুয়ে থাকা যুবকের মাথায় গভীর ক্ষত, মৃত্যু...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Stoneman Fear in Kolkata victim died: খাস কলকাতায় স্টোনম্যান আতঙ্ক (Stoneman Fear in Kolkata)। মঙ্গলবার রাতে উত্তর কলকাতার বিকে পাল এভিনিউতে যুবকের রহস্যমৃত্যু। মাথায় গভীর ক্ষত ছিল।
#কলকাতা: খাস কলকাতায় স্টোনম্যান আতঙ্ক (Stoneman Fear in Kolkata)। গত কয়েকদিন ধরে শহরের একাধিক জায়গা থেকে পাথরের আঘাতে অনেকেই আহত হচ্ছেন বা মারা যাচ্ছেন বলে অভিযোগ আসছিল। মঙ্গলবার রাতে তেমনই একটি ঘটনা ঘটে উত্তর কলকাতার বিকে পাল এভিনিউতে। স্থানীয় বাসিন্দা বছর ছাব্বিশের ওম প্রকাশ শর্মা ফুটপাথে ভাতের হোটেল চালান। এ দিন রাতে গরমের জন্য হটেলের বাইরের ফুটপাথে শুয়েছিলেন। ভোররাতে পাথরের আঘাতে আহত হন বলে অভিযোগ। বুধবার সকালে পরিবারের সদস্যরা দেখতে পায় মাথায় গুরুতর আঘাত রয়েছে তাঁর।
স্টোনম্যান আতঙ্কের পাশাপাশি ওমপ্রকাশের পরিবারের অভিযোগ, চিকিৎসার ক্ষেত্রেও গাফিলতি হয়েছে তাঁর। বুধবার সকালে পরিবারের সদস্যরা ওমপ্রকাশকে আহত অবস্থায় দেখার পরেই তাঁকে প্রথমে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান, অভিযোগ সেখানে ভর্তি না নিয়ে তাঁকে রেফার করে দেওয়া হয়। এরপর পরিবার কলকাতা মেডিক্যাল কলেজে তাঁকে নিয়ে যান, শেষ পর্যন্ত ওমপ্রকাশকে এমারজেন্সি অবজারভেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। তবে পরিবারের অভিযোগ, শুধুমাত্র মাথায় ব্যান্ডেজ করে ফেলে রাখা হয় ওমপ্রকাশ। তারপরেও সারাদিন একবারের জন্যেও চিকিৎসক দেখতে আসেননি। এরপর আজ সকাল থেকে পরিবারের লোক উত্তেজিত হয়ে ওঠে, পরে সুপারের কাছে লিখিত অভিযোগ করলে সুপার চিকিৎসার আশ্বাস দেন।
advertisement
তবে শেষরক্ষা হয়নি। বিকেল পাঁচটা নাগাদ সুপার স্পেশালিটি ব্লকে তাঁকে করোনা পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হলেও মিনিট কয়েকের মধ্যেই ওয়ার্ড পরিবারকে জানান ওমপ্রকাশের মৃত্যু হয়েছে। ওমপ্রকাশের মা রীতা শর্মা বলেন, "আমার সন্তান কোনও দোষ করেনি, তাও কেন ওকে এ ভাবে বিনা চিকিৎসায় চলে যেতে হল। যদি অপারেশন টেবিলে মারা যেত, আমার কোনও অভিযোগ থাকত না, কিন্তু নূন্যতম চিকিৎসাই পেল না।'
advertisement
advertisement
এ দিকে, মারা যাওয়ার খবর শুনেই উত্তেজিত হয়ে ওঠে পরিবার। ঘটনাস্থলে আসে বউবাজার থানার পুলিশ। বেশ কিছুক্ষণ দু-পক্ষের বাদানুবাদের পর তদন্তের আশ্বাস দিলে পরিবার শান্ত হয়। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। যদিও, মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ বিনা চিকিৎসায় মৃত্যু অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, একদিন পর্যবেক্ষণে রেখে করোনা পরীক্ষা করে অস্ত্রোপচার করা হত।যদিও প্রশ্ন উঠেছে, গুরুতর আহত এই ব্যক্তিকে কেন জরুরি ভিত্তিতে অপারেশন করা হল না!
advertisement
AVIJIT CHANDA
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 22, 2021 10:31 PM IST