ভুয়ো অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে সাজানো হয় লাভের অঙ্ক... মুনাফার লোভ দেখিয়ে প্রায় ৯৩ লক্ষ টাকার প্রতারণা
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Reported by:Priti Saha
Last Updated:
১৪৮টি শেল কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা ঘুরিয়ে বিপুল পরিমাণ অর্থ ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করা হয়। তদন্তের অগ্রগতিতে এক অভিযুক্তকে ১ নভেম্বর ২০২৫ দিল্লি বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে।
কলকাতা: বিধাননগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত নিউটাউনের এক প্রবীণকে (৬৫) স্টক-মার্কেটে উচ্চ মুনাফার লোভ দেখিয়ে প্রায় ৯৩ লক্ষ টাকার প্রতারণা করা হয়েছে। অচেনা হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ করে ভুয়ো অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে সাজানো লাভ দেখিয়ে প্রতারকরা টাকা হাতিয়েছিল বলে অভিযোগ।
বিধাননগর সাইবার ক্রাইম থানায় মামলা দায়েরের পর তদন্তে দেখা যায়, বড়সড় এক সাইবার প্রতারক চক্রের সন্ধান মিলেছে। অভিযোগ, এরা সারাদেশে প্রায় ১,৩৭৯ জনকে মোট ৩১৭ কোটি টাকার প্রতারণা করেছে। ১৪৮টি শেল কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা ঘুরিয়ে বিপুল পরিমাণ অর্থ ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করা হয়। তদন্তের অগ্রগতিতে এক অভিযুক্তকে ১ নভেম্বর ২০২৫ দিল্লি বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে।
advertisement
advertisement
এর আগে ৬ সেপ্টেম্বর ২০২৫ কলকাতাসহ তিনটি স্থানে একযোগে তল্লাশি চালিয়ে মোবাইল, ল্যাপটপ, সার্ভার, ডকুমেন্ট, বিদেশি সিম-সহ প্রচুর নথিপত্র উদ্ধার করা হয়। তদন্ত অব্যাহত।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 10, 2025 11:53 AM IST

