Lockdown|পরিযায়ী শ্রমিকদের ফেরাতে রাজ্য ব্যবস্থা নিক, ধনখড়কে চিঠি বাম-কংগ্রেসের
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
চিঠিতে রাজ্যপালের কাছে তাঁদের আবেদন, লকডাউনের জেরে বিভিন্ন রাজ্যে আটকে রয়েছেন বাংলার শ্রমিকরা৷ তাঁরা সমস্যায় ভুগছেন৷ অবিলম্বে রাজ্য তাঁদের ফেরানোর ব্যবস্থা করুক৷
#কলকাতা: পরিযায়ী শ্রমিকদের ফেরাতে রাজ্য ব্যবস্থা নিক৷ এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলার জন্য রাজ্যপাল জগদীপ ধনখড়কে আবেদন জানাল বাম ও কংগ্রে৷ শনিবার রাজ্যপালকে একটি চিঠি দিয়েছে বাম ও কংগ্রেস৷
চিঠিতে রাজ্যপালের কাছে তাঁদের আবেদন, লকডাউনের জেরে বিভিন্ন রাজ্যে আটকে রয়েছেন বাংলার শ্রমিকরা৷ তাঁরা সমস্যায় ভুগছেন৷ অবিলম্বে রাজ্য তাঁদের ফেরানোর ব্যবস্থা করুক৷ তাঁদের ফেরাতে নির্দিষ্ট নীতি নিক রাজ্য৷ সর্বসমক্ষে সেই নীতি প্রকাশ করতে হবে৷ রাজ্যপালের কাছে তাঁরা অনুরোধ করেছেন, এ বিষয়টি নিয়ে কেন্দ্রের সঙ্গে তিনি কথা বলুন৷
বাম-কংগ্রেস পরিষদীয় দলের দাবি, ভিনরাজ্যে আটকে পড়া বাংলার শ্রমিকদের নিখরচায় ফেরানোর ব্যবস্থা করতে হবে রাজ্য সরকারকে৷ নিয়োগ করা হোক নোডাল অফিসার৷ শ্রমিকদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হোক৷ শ্রমিক স্বার্থে প্রকাশ করা হোক সেই তালিকা৷
advertisement
advertisement
ভিনরাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিক, ছাত্রছাত্রী বা পর্যটকদের ফেরাতে ৬টি বিশেষ শ্রমিক স্পেশ্যাল ট্রেন চালানোর কথা ঘোষণা করেছে রেল মন্ত্রক৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে অনুমোদন মেলার পরই এই ঘোষণা করেছে রেল৷ তেলেঙ্গানা থেকে ঝাড়খণ্ডে ১২০০ শ্রমিক নিয়ে রওনা দিয়েছে একটি বিশেষ ট্রেন৷ যে ছ'টি ট্রেনের ঘোষণা করা হয়েছে, সেগুলি লিঙ্গমপল্লি থেকে হাতিয়া, আলুভা থেকে ভুবনেশ্বর, নাশিক থেকে লখনউ, নাশিক থেকে ভোপাল, জয়পুর থেকে পটনা এবং কোটা থেকে হাতিয়া পর্যন্ত চালানো হবে৷ যাত্রাপথে কোনও স্টেশনেই ট্রেনগুলি থামবে না৷ যাঁদের মধ্যে কোনও উপসর্গ নেই, এরকম যাত্রীরাই ট্রেনে উঠতে পারবেন৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 02, 2020 2:54 PM IST