আর চাকরির চিন্তা নেই ! বিপুল শূন্যপদে কর্মী নিয়োগ করছে রাজ্য সরকার
Last Updated:
#কলকাতা: এমপ্লয়িজ স্টেট ইনসিওরেন্স কর্পোরেশন (ইএসআইসি)-এ শুরু হল কর্মী নিয়োগের প্রক্রিয়া। ইএসআইসি-র তরফে জানানো হয়েছে-- সোশ্যাল সিকিওরিটি অফিসার, ম্যানেজার গ্রেড-২, সুপারিনটেনড্যান্টের পদে নিয়োগ হবে। মোট শূন্যপদ ৫৩৯টি। ২০১৪ সালের একটি নোটিফিকেশনকে বাতিল করে ইএসআইসি ৷ তবে, পুরনো প্রার্থীরা এবার ফের আবেদন করতে পারবেন ৷
পুরনো প্রার্থীরা বয়সসীমার উপর পাবেন বিশেষ ছাড় ৷ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘১৬.১.২০১৪ সালে আবেদন করা প্রার্থীদের নির্দিষ্ট বয়সসীমা পেরিয়ে গেলেও তারা আবারও আবেদন করার সুযোগ পাবেন৷ ’
এই ৫৩৯ শূন্যপদের মধ্যে ২৯৪ টি অসংরক্ষিত, ৮২ টি তফশিলি জাতি-উপজাতি গোষ্ঠীভুক্ত, ২২ টি এসটি, ১৪১ টি অনগ্রসর এবং বাকি পদ শীরীরিকভাবে অক্ষম প্রার্থীদের জন্য নির্ধারিত করা হয়েছে।
advertisement
advertisement
কেন্দ্রের সপ্তম পে কমিশনের নির্দেশিকা অনুযায়ী বেতন কাঠামোতে বেশ কিছু পরিবর্তণ এসেছে। জানানো হয়েছে, এই নতুন নিয়মেই ইএসআইসি-তে নিয়োগ হওয়া কর্মীরা বেতন পাবেন৷
আবেদনকারীর নূন্যতম যোগ্যতা-- স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ হতে হবে ৷ তবে, বিশেষ গুরুত্ব পাবেন কমার্স, ল এবং ম্যানেজমেন্টের ছাত্র ছাত্রীরা।
বয়সসীমা-- ২১-২৭ বছর ৷
advertisement
আবেদনের শেষ তারিখ-- ৫.১০.২০১৮৷
কীভাবে আবেদন করবেন?
লগ ইন করুন- www.esic.nic.in ওয়েবসাইটে
ক্লিক করুন- APPLY ONLINE FOR RECRUITMENT TO THE POST OF SSO-2018 IN ESIC
এবার re নির্দেশাবলী মেনে ফর্ম ফিল আপ করুন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 10, 2018 12:31 PM IST