আজ থেকে চালু হল রাজ্য সরকারের রূপশ্রী প্রকল্প, জেনে নিন কিভাবে পাবেন এর সুবিধা ?
Last Updated:
#কলকাতা: কন্যাশ্রীর পর এবার রূপশ্রী ৷ রাজ্য বাজেটে রাজ্য সরকারের ঘোষণা মতো এই নয়া প্রকল্প চালু হল আজ অর্থাত্ পয়লা এপ্রিল থেকে ৷ শুধু পড়ার নয়, এবার রূপশ্রী প্রকল্পে রাজ্যের মেয়ের বিয়ের খরচও যোগান দেবে মমতা সরকার ৷
চলতি বছরের বাজেট পেশের সময় অর্থমন্ত্রী অমিত মিত্র ঘোষণা করেন, রাজ্যের মেয়েদের কল্যাণের উদ্দেশ্যে রাজ্য সরকারের নয়া প্রকল্প রূপশ্রী ৷ এই প্রকল্পে মেয়ের ১৮ বছর বয়স হলেই তাঁর বিয়ের জন্য এককালীন ২৫ হাজার টাকা দেবে সরকার ৷ যেসব পরিবারের বার্ষিক আয় দেড় লক্ষ টাকা বা তার কম, তারাই এই প্রকল্পের সুবিধা পাবেন৷
advertisement
কন্যাশ্রীর পর মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প রূপশ্রী। রাজ্য সরকারের এই প্রকল্পে দুঃস্থ পরিবারের মেয়েদের বিয়েতে সাহায্য করবে সরকার। বুধবার থেকে অফলাইন রূপশ্রী প্রকল্পের ফর্ম বিলি শুরু হলেও সরকারি ওয়েবসাইট থেকে সেই ফর্ম অনলাইন পেতে আরও কয়েকটা দিন সময় লাগবে বলে জানিয়েছেন নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা ।
advertisement
advertisement
রূপশ্রী প্রকল্পের শর্তাবলী-
1) মেয়ের বয়স অন্তত পক্ষে 18 বছর হতে হবে।
2)। পাত্রের বয়স ন্যুনতম 21 বছর হতেই হবে ।
3) মেয়ে ও তাঁর পরিবারকে অন্তত পাঁচ বছরের অধিক সময় ধরে বাংলার বাসিন্দা হতে হবে।
4) অবিবাহিত মেয়েরা একমাত্র প্রথমবার বিয়ের ক্ষেত্রেই শুধু মাত্র এই প্রকল্পে টাকা পাবেন ।
advertisement
কিভাবে আবেদন করবেন রূপশ্রী প্রকল্পে?
অফলাইনে রূপশ্রী প্রকল্পের ফর্ম সংগ্রহ করে অথবা অনলাইন থেকে পাওয়া ফর্ম প্রিন্ট করার পর পূরণ করে জমা করতে হবে সংশ্লিষ্ট দফতরে। মোট ছয় পাতার এই ফর্মের তিনটি পাতা পূরণ করবেন আবেদনকারী, বাকি দুই পাতা সরকারি আধিকারিকদের জন্য বরাদ্দ। ফর্মের সঙ্গে সঙ্গে জমা দিতে হবে প্রয়োজনীয় নথি।
advertisement
নথির তালিকা
1) জমা করতে হবে কনে ও বরের বয়সের প্রমাণপত্র। জন্মের সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের যে কোনও একটি জমা করলেই হবে।
2) পাত্র ও পাত্রীর একটি করে পাসপোর্ট সাইজ ফটো ।
3) বিয়ের কার্ড বা ম্যারেজ রেজিস্টারের কাছ থেকে পাওয়া আবেদনের নথি।
advertisement
4) মেয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুকের প্রথম পাতার জেরক্স।
ফর্ম জমা দেওয়ার ঠিকানা-
জেলায় জেলায় বিডিও অফিসে জমা নেওয়া হবে রূপশ্রীর ফর্ম। এছাড়া মহকুমা শাসকের দফতরেও জমা দেওযা যাবে এই ফর্ম। এছাড়া শহরাঞ্চলে বরো অফিসেও ফর্ম দিতে পারেন আবেদনকারীরা।
ফর্ম উল্লিখিত সমস্ত দাবি ও তথ্য খতিয়ে দেখার পরই অ্যাকাউন্টে জমা পড়বে 25 হাজার টাকা ।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 01, 2018 3:51 PM IST