কাজ হারানো মানুষদের জন্য রাজ্য সরকারের ২৫০০ কোটির ‘সমর্থন’

Last Updated:

এবার নোটবাতিলে ভিনরাজ্যে কাজ হারিয়ে ঘরে ফেরা কর্মহীন মানুষদের জন্য রাজ্য সরকারের নয়া প্রকল্প ‘সমর্থন’ ৷

#কলকাতা: এবার নোটবাতিলে ভিনরাজ্যে কাজ হারিয়ে ঘরে ফেরা কর্মহীন মানুষদের জন্য রাজ্য সরকারের নয়া প্রকল্প ‘সমর্থন’ ৷ আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই মতোই রাজ্য বাজেটে পশ্চিমবঙ্গে নোট বাতিলে ক্ষতিগ্রস্থদের জন্য ২৫০০ কোটি টাকার বরাদ্দের কথাও ঘোষণা করেন অর্থমন্ত্রী অমিত মিত্র ৷ এবার তা বাস্তবায়নের পালা ৷
রাজ্য বাজেট পেশের সময় অর্থমন্ত্রী অমিত মিত্র বলেন, ‘ভিনরাজ্য থেকে দক্ষ কারিগররা কর্মহীন হয়ে রাজ্যে ফিরছেন, তাঁদের সরকারি তরফে ৫০ হাজার টাকা করে এককালীন সাহায্য দেওয়া হবে ৷ ক্ষুদ্র ব্যবসা করার জন্য বাড়তি সহায়তাও করা হবে ৷ এরকম ৫০ হাজার কর্মহীন মানুষদের জন্য ৫০ হাজার টাকা করে বরাদ্দ করা হয়েছে ৷’
advertisement
সেই লক্ষ্য এদিন ‘সমর্থন’ প্রকল্পের কথা ঘোষণা করল সরকার ৷ এর মাধ্যমে স্বনিযুক্তি প্রকল্পে নোট বাতিলে ক্ষতিগ্রস্থদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে সাহায্য দেওয়া হবে ৷ টাকা ছাড়াও প্রয়োজনে দেওয়া হবে প্রশিক্ষণ ৷
advertisement
এই প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যেতে প্রথম পর্যায়ে ৯টি জেলায় ক্ষতিগ্রস্থদের চিহ্নিত করে একটি তালিকা বানানো হবে ৷ এর জন্য একটি কমিটি তৈরি করবে রাজ্য সরকার ৷ কমিটির প্রধান হিসেবে থাকবেন জেলাশাসকরা ৷
advertisement
গত ৮ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণায় রাতারাতি বাতিল হয়ে যায় ৫০০ ও ১০০০-এর নোট ৷ এর ফলে চরম দুর্ভোগে পড়েন দেশের মানুষ ৷ সময়ের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে স্বাভাবিক হয় পরিস্থিতি ৷ কিন্তু নোট বাতিলের তাৎক্ষণিক সিদ্ধান্তে অনেক মানুষ কাজ হারিয়েছেন বলে অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
কাজ হারানো মানুষদের জন্য রাজ্য সরকারের ২৫০০ কোটির ‘সমর্থন’
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement