কাজ হারানো মানুষদের জন্য রাজ্য সরকারের ২৫০০ কোটির ‘সমর্থন’

Last Updated:

এবার নোটবাতিলে ভিনরাজ্যে কাজ হারিয়ে ঘরে ফেরা কর্মহীন মানুষদের জন্য রাজ্য সরকারের নয়া প্রকল্প ‘সমর্থন’ ৷

#কলকাতা: এবার নোটবাতিলে ভিনরাজ্যে কাজ হারিয়ে ঘরে ফেরা কর্মহীন মানুষদের জন্য রাজ্য সরকারের নয়া প্রকল্প ‘সমর্থন’ ৷ আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই মতোই রাজ্য বাজেটে পশ্চিমবঙ্গে নোট বাতিলে ক্ষতিগ্রস্থদের জন্য ২৫০০ কোটি টাকার বরাদ্দের কথাও ঘোষণা করেন অর্থমন্ত্রী অমিত মিত্র ৷ এবার তা বাস্তবায়নের পালা ৷
রাজ্য বাজেট পেশের সময় অর্থমন্ত্রী অমিত মিত্র বলেন, ‘ভিনরাজ্য থেকে দক্ষ কারিগররা কর্মহীন হয়ে রাজ্যে ফিরছেন, তাঁদের সরকারি তরফে ৫০ হাজার টাকা করে এককালীন সাহায্য দেওয়া হবে ৷ ক্ষুদ্র ব্যবসা করার জন্য বাড়তি সহায়তাও করা হবে ৷ এরকম ৫০ হাজার কর্মহীন মানুষদের জন্য ৫০ হাজার টাকা করে বরাদ্দ করা হয়েছে ৷’
advertisement
সেই লক্ষ্য এদিন ‘সমর্থন’ প্রকল্পের কথা ঘোষণা করল সরকার ৷ এর মাধ্যমে স্বনিযুক্তি প্রকল্পে নোট বাতিলে ক্ষতিগ্রস্থদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে সাহায্য দেওয়া হবে ৷ টাকা ছাড়াও প্রয়োজনে দেওয়া হবে প্রশিক্ষণ ৷
advertisement
এই প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যেতে প্রথম পর্যায়ে ৯টি জেলায় ক্ষতিগ্রস্থদের চিহ্নিত করে একটি তালিকা বানানো হবে ৷ এর জন্য একটি কমিটি তৈরি করবে রাজ্য সরকার ৷ কমিটির প্রধান হিসেবে থাকবেন জেলাশাসকরা ৷
advertisement
গত ৮ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণায় রাতারাতি বাতিল হয়ে যায় ৫০০ ও ১০০০-এর নোট ৷ এর ফলে চরম দুর্ভোগে পড়েন দেশের মানুষ ৷ সময়ের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে স্বাভাবিক হয় পরিস্থিতি ৷ কিন্তু নোট বাতিলের তাৎক্ষণিক সিদ্ধান্তে অনেক মানুষ কাজ হারিয়েছেন বলে অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
কাজ হারানো মানুষদের জন্য রাজ্য সরকারের ২৫০০ কোটির ‘সমর্থন’
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement