মানবিক রাজ্য সরকার! লকডাউনে আটকে পড়া ভিনরাজ্যের বাসিন্দারা ফিরলেন বাড়িতে
- Published by:Simli Raha
Last Updated:
Debasish Chakraborty
#কলকাতা: গোটা বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা | করোনার প্রভাব বুঝতে পেরেই ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে বেশ কয়েকটি রাজ্যের কাজ কর্ম । বাংলার পাশাপাশি বিহার, অসম থেকে বহু মানুষ কাজের সূত্রে পাড়ি দেয় কেরালা, মুম্বাই, বেঙ্গালুরুতে। মার্চ মাসের ১৫ তারিখ থেকেই ধীরে ধীরে এই সব রাজ্যে বন্ধ হয়েছিল কাজ কর্ম , বন্ধ হয়েছিল হোটেল দোকান | অগত্যা সেখান থেকে মানুষজন চেয়েছিলেন নিজের বাড়িতে ফিরে আসতে | সেই অনুযায়ী কেউ হাওড়ায় আবার কেউ শিয়ালদহে পৌঁছেছিলেন বিভিন্ন ট্রেন ধরে । তারই মধ্যে প্রথমে কেন্দ্রীয় সরকারের জনতা কার্ফু, পরের দিন থেকে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় । আটকে পড়েন বহু মানুষ । এরই মধ্যে বহু মানুষ গিয়েছিলেন বেঙ্গালুরুতে চিকিৎসার জন্য । তাঁরাও আটকে পড়েন আমাদের রাজ্যে |
advertisement

advertisement
বিহারের বাসিন্দা প্রায় ১৬০ জনকে ২৪ তারিখ রাজ্যসরকার দুটি সরকারি বাস করে বাংলা বিহার সীমান্ত এলাকায় পৌঁছে দেয় | আটকে পড়েন প্রায় ২৫০ জন অসমের মানুষ | প্রতিদিন দুবেলা করে খাবার যোগান দিলেও তাঁদের রাখার কোনও সুবন্দোবস্ত করতে পারেনি রাজ্য | রেলের তরফেও মেলেনি কোনও সাহায্য | তাই অসুস্থ রোগী, কোলের শিশুদের নিয়েই খোলা আকাশের নিচে কাটাতে হয় চার থেকে ছয় দিন | অবশেষে রাজ্যের ক্রীড়া প্রতি মন্ত্রী লক্ষীরতন শুক্লার প্রচেষ্টায় ও পরিবহন দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রচেষ্টায় বুধবার রাতে তিনটি উত্তরবঙ্গ পরিবহন সংস্থার বাস আটকে পড়া মানুষজনদের নিয়ে কোচবিহারের বাংলা - আসাম সীমান্তের উদ্দেশ্যে রওনা দেয় | রাজ্য সরকারের এই মানবিক প্রচেষ্টাকে ধন্যবাদ জানিয়ে নিজেদের বাড়ির পথে রওনা দেন ২৫০ জন মানুষ | পথে খাওয়া দাওয়ার সব ব্যবস্থাও করেছে রাজ্য |
advertisement

কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 26, 2020 9:19 AM IST