State Government: কোন প্রকল্পের অবস্থা এখন কেমন! জেলাশাসকদের সঙ্গে জরুরি বৈঠকে মুখ্যসচিব

Last Updated:

State Government: মুখ্য সচিব বিভিন্ন জেলাশাসকদের সঙ্গে যে ভার্চুয়াল বৈঠক করবেন সেই বৈঠকে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পগুলির বর্তমানে কি পরিস্থিতিতে রয়েছে তার স্ট্যাটাস রিপোর্ট নিতে পারেন তিনি

জেলাশাসকদের সঙ্গে জরুরি বৈঠকে মুখ্যসচিব
জেলাশাসকদের সঙ্গে জরুরি বৈঠকে মুখ্যসচিব
কলকাতা: রাজ্যে একের পর এক কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধ রয়েছে। যা নিয়ে বার বার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১০০ দিনের গ্রামীন প্রকল্পে টাকা থেকে শুরু করে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা, একাধিক কেন্দ্রীয় প্রকল্পের টাকা বন্ধ করে রেখেছে কেন্দ্র বলে একের পর এক অভিযোগ তুলে সরব হয়েছে রাজ্য। নবান্ন সূত্রে খবর, বিকেল চারটে থেকে রাজ্যের মুখ্য সচিব বিভিন্ন জেলাশাসকদের সঙ্গে যে ভার্চুয়াল বৈঠক করবেন সেই বৈঠকে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পগুলির বর্তমানে কি পরিস্থিতিতে রয়েছে তার স্ট্যাটাস রিপোর্ট নিতে পারেন তিনি।
পাশাপাশি প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা সহ কয়েকটি কেন্দ্রীয় প্রকল্প নিয়ে পর্যালোচনামূলক আলোচনা করতে পারেন মুখ্য সচিব। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১০০ দিনের গ্রামীণ প্রকল্প, প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা টাকা না দেওয়ার অভিযোগ তুলে আগামী ২৩ নভেম্বরের পর থেকে আন্দোলন শুরু করবে শাসক দল তৃণমূল কংগ্রেস বলে ইঙ্গিত দিয়েছেন। যদিও এই আন্দোলনের রূপরেখা কি হবে তা ওই দিনই জানানো হবে বলেই জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী।
advertisement
advertisement
এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কেন্দ্রীয় প্রকল্পগুলির পর্যালোচনা নিয়ে বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে। জল – জীবন – মিশন আরেকটি গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় প্রকল্প যা নিয়ে একাধিকবার বৈঠক করেছেন রাজ্যের মুখ্য সচিব। মনে করা হচ্ছে এইদিনের বৈঠকে এই প্রকল্প নিয়েও আলোচনা করতে পারেন মুখ্য সচিব। পাশাপাশি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে আয়ুষ্মান ভারত নিয়ে একটি চিঠি সম্প্রতি রাজ্যের স্বাস্থ্য দপ্তর কে দেওয়া হয়েছে। যা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে।
advertisement
সব মিলিয়ে এদিন বিকেল চারটে থেকে নবান্নের বৈঠক যথেষ্ট এই গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই দাবি করছে প্রশাসনিক মহল। নবান্ন সূত্রে খবর মূলত কেন্দ্রীয় প্রকল্পগুলি পর্যালোচনা করার জন্য যে পোর্টাল ইতোমধ্যেই চালু হয়েছে সেই পোর্টাল নিয়েও এদিনের বৈঠকে আলোচনা করতে পারেন মুখ্য সচিব।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
State Government: কোন প্রকল্পের অবস্থা এখন কেমন! জেলাশাসকদের সঙ্গে জরুরি বৈঠকে মুখ্যসচিব
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement