বাজেটে নোটবাতিলে কর্মহীনদের সহায়তায় ২৫০০ কোটি টাকা বরাদ্দ রাজ্যের, বাড়ানো হল কর্মীদের ভাতা

Last Updated:

নোট বাতিলের ফলে কাজ হারিয়েছেন বহু মানুষ ৷ তীব্রভাবে ক্ষতিগ্রস্থ দেশের অর্থনীতি ৷

#কলকাতা: নোট বাতিলের ফলে কাজ হারিয়েছেন বহু মানুষ ৷ তীব্রভাবে ক্ষতিগ্রস্থ দেশের অর্থনীতি ৷ প্রভাব পড়েছে এরাজ্যেও ৷ ভিন রাজ্যে কর্মরত এরাজ্যের বহু বাসিন্দা কাজ হারিয়ে ফিরে এসেছে রাজ্যে ৷ বাজেট পেশের সময় এই দাবিই করলেন অর্থমন্ত্রী অমিত মিত্র ৷ সেই কর্মহারা মানুষগুলিকে সহায়তার জন্য বাজেটে ২৫০০ কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী ৷
এদিন বাজেট ভাষণে অর্থমন্ত্রী অমিত মিত্র বলেন, ‘ভিনরাজ্য থেকে দক্ষ কারিগররা কর্মহীন হয়ে রাজ্যে ফিরছেন, তাঁদের সরকারি তরফে ৫০ হাজার টাকা করে এককালীন সাহায্য দেওয়া হবে ৷ ক্ষুদ্র ব্যবসা করার জন্য বাড়তি সহায়তাও করা হবে ৷ এরকম ৫০ হাজার কর্মহীন মানুষদের জন্য ৫০ হাজার টাকা করে বরাদ্দ করা হয়েছে ৷’
advertisement
নোট বাতিল নিয়ে নিজের ক্ষোভ উগরে দিয়ে অর্থমন্ত্রী অমিত মিত্র বলেন, ‘নোট বাতিলে অর্থনীতির উপর চরম আঘাত ৷ ৮৬ শতাংশ নোট বাতিল পৃথিবীতে বিরল ৷ দেশজুড়ে রাজনৈতিক ও অর্থনৈতিক জরুরি অবস্থা ৷ দেশজুড়ে কেন্দ্রের হঠকারি সিদ্ধান্ত ৷ কী কারণে নোট বাতিল, তা এখনও ধোঁয়াশা ৷ এই সিদ্ধান্তে বাস্তবে কারা উপকৃত, তা ইতিহাস একদিন বলবে ৷ এর আগে যেসব দেশে নোট বাতিল হয়েছে ৷ সে সব দেশেই ছিল একনায়কতন্ত্র ৷ কোনও গণতান্ত্রিক দেশে এই নজির নেই ৷ নোট বাতিলের জেরে ১-৩ শতাংশ কমতে পারে জিডিপি ৷ রিজার্ভ ব্যাঙ্কের স্বায়ত্তশাসন খর্ব করা হয়েছে ৷ নোট বাতিলের ধাক্কায় প্রভাব রাজ্যেও ৷ রাজ্যে বৃদ্ধির হার ৯.২৭ শতাংশ হতে পারে ৷ নোট বাতিলের ধাক্কা সামলাতে ২-৩ বছর লাগবে ৷ নোট বাতিলে একের পর এক শিল্পক্ষেত্রে আঘাত লেগেছে ৷’
advertisement
advertisement
শুধু কর্মহীনদের সহায়তাই নয়, অঙ্গনওয়ারি কর্মী সহ আশা কর্মীদের ভাতা বাড়িয়েছে সরকার ৷ এতে উপকৃত হবেন প্রায় ২ লক্ষ অঙ্গনওয়ারি কর্মী ৷ ২০১৭-১৮ অর্থবর্ষের বাজেট পেশ করতে গিয়ে অমিত মিত্র বলেন, ‘অঙ্গনওয়াড়ি কর্মী ও আশা কর্মীদের ভাতা বাড়ল ৫০০ টাকা ৷’
এছাড়া কৃষি ও সমবায় ক্ষেত্রেও বরাদ্দ বাড়িয়েছে তৃণমূল সরকার ৷ কৃষকদের জন্য তহবিল গড়ার কথা ঘোষণা করা হল বাজেটে ৷ অর্থমন্ত্রী ঘোষণা করেন, ‘সমবায় ঋণে ১০০ কোটি টাকার তহবিল গড়ল রাজ্য ৷ ক্ষুদ্র ব্যবসায় সাহায্যের জন্য বরাদ্দ ৫০ কোটি ৷ কৃষকদের সাহায্যের জন্য ১০০ কোটির বিশেষ তহবিল গড়া হল রাজ্যে ৷’
advertisement
রাজ্যে এই নোট সঙ্কটে দাঁড়িয়ে এই বাজেটকেই সেরা মানবিক বাজেট বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বাজেটে নোটবাতিলে কর্মহীনদের সহায়তায় ২৫০০ কোটি টাকা বরাদ্দ রাজ্যের, বাড়ানো হল কর্মীদের ভাতা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement