Farmers Notice: বর্তমান আবহাওয়ার প্রেক্ষিতে ‘কৃষি সুপারিশ’, জারি করল রাজ্যের কৃষি দফতর

Last Updated:

Farmers Notice: উত্তরবঙ্গে স্বাভাবিক বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গ শুকনোই থেকেছে, সেই পরিপ্রেক্ষিতেই নতুন সুপারিশ, বলা চলে কিছু পরামর্শ ঘোষণা করল কৃষি দফতর।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
#কলকাতা: বর্তমান আবহাওযার প্রেক্ষিতে রাজ্যের কৃষকদের জন্য একগুচ্ছ সুপারিশ জারি করল রাজ্যের কৃষি দফতর। মৌসুমী বায়ুর খামখেয়ালিপনায় এ বার দক্ষিণবঙ্গে তেমন করে বৃষ্টির প্রভাব দেখা যায়নি। উত্তরবঙ্গে স্বাভাবিক বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গ শুকনোই থেকেই, সেই পরিপ্রেক্ষিতেই নতুন সুপারিশ, বলা চলে কিছু পরামর্শ ঘোষণা করল কৃষি দফতর।
advertisement
দফতরের তরফ থেকে বলা হয়েছে, ‘এখনও পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে স্বাভাবিক বৃষ্টি হয়েছে। যদিও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ একটু কম। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বীজতলার কাজ পুরোদমে চলছে, এখনও এতে কোনও সমস্যা দেখা যায়নি। মূল জমিতে চারা রোপনের কাজ ব্যাপক ভাবে শুরু হতে এখনও দেরি আছে।
advertisement
আরও পড়ুন :  শুক্রবার ফের বাড়ল সংক্রমণ, রাজ্যে করোনা পজিটিভ প্রায় ৩ হাজার
এখনও পর্যন্ত বৃষ্টি জনিত কারণে কোনও চিন্তার কারণ না থাকলেও যাদের চারা তৈরি হয়ে গিয়েছে, তারা নীচে দেওয়া ‘শুকনো জমিতে ধার রোপণ’ পদ্ধতিতে সময়ে মূল জমিতে রোপণ করতে পারে।’ এই বয়ান উল্লেখ করে সুপারিশে চাষের পদ্ধতি উল্লেখ করা হয়েছে,
advertisement
১. মূল জমিতে আলু বা সরষে চাষের মতো ২-৩ বার শুকনো চাষ দিয়ে জমি তৈরি করুন।
২. শেষ চাষের আগে, মূল সার প্রয়োগ করুন।
৩. বৃষ্টি না হলে মূল জমিতে একটি সেচ দিন।
৪. জমিতে ছিপছিপে জল থাকা অবস্থায় ৪-৫ পাতার সুস্থসবল চারা প্রতি গুছিতে ১টি বা ২টি করে রোপণ করুন।
advertisement
৫. জমির চারিদিকে আল ভাল রাখুন, যাতে বৃষ্টির জল জমা থাকে।
৬. প্রথাগত কাদা চাষের মতো জল জমিয়ে রাখার দরকার নেই।
৭. রোপণের পর যদি বৃষ্টি না হয দোঁয়াস জমিতে ৩-৪ জিন পর এবং ভারী কাজা জমিতে ৭-১০ দিন পর একটি আপৎকালীন সেচ দিন।
এ ছাড়াও পাট চাষের জন্য উপযুক্ত পরামর্শ দেওয়া হয়েছে সুপারিশে। কী করে কম জলে পাট চাষ করা যায়, তার জন্যও কৃষি অফিসে কৃষি পরামর্শ নিতে বলা হয়েছে।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Farmers Notice: বর্তমান আবহাওয়ার প্রেক্ষিতে ‘কৃষি সুপারিশ’, জারি করল রাজ্যের কৃষি দফতর
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement