সিইএসসি-কে টেক্কা রাজ্য নিগমের, ৮৬ লক্ষ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ চালু

Last Updated:

বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে নিগমের ৯৭৬টি মোবাইল ভ্যান কাজ করছে৷ প্রতিটি দলে রয়েছে দশ থেকে পনেরোজন কর্মী৷

বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের দাবি, ঝড়ের দাপটে ক্ষতিগ্রস্ত প্রায় ৩০০ সাব স্টেশনের নব্বই শতাংশই ইতিমধ্যে সচল করা সম্ভব হয়েছে৷ তবে বিদ্যুৎ পরিষেবা পুরোপুরি স্বাভাবিক করতে আরও এক সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছেন তিনি৷
আমফানের জেরে যে এলাকাগুলি সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তার অধিকাংশই রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমের অধীনে পড়ে৷ বিদ্যুৎমন্ত্রী জানিয়েছেন প্রবল ঝড়ের দাপটে ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে দেড় লক্ষেরও বেশি বিদ্যুতের খুঁটি পড়ে গিয়েছে৷ পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে ঝড়- বৃষ্টি থামার পর থেকেই যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেন নিগমের কর্মীরা৷
advertisement
advertisement
শোভনদেববাবু জানিয়েছেন, বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে ৯৭৬টি মোবাইল ভ্যান কাজ করছে৷ প্রতিটি দলে রয়েছে দশ থেকে পনেরোজন কর্মী৷ এ ছাড়াও পরিস্থিতি স্বাভাবিক করতে বিশেষজ্ঞদের নিয়ে আলাদা দলও বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে কাজ করছে৷ যার ফলে ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকাগুলির ৮৬ লক্ষ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ পুনর্স্থাপন করা সম্ভব হয়েছে বলে জানান বিদ্যুৎমন্ত্রী৷
advertisement
তবে ঘূর্ণিঝড়ের জেরে অনেক জায়গাতেই হাই টেনশন টাওয়ার পড়ে গিয়েছে৷ যে এলাকাগুলিতে এমন হয়েছে, সেখানে পরিষেবা স্বাভাবিক হতে বেশ কিছুটা সময় লাগবে বলেই জানিয়েছেন শোভনদেববাবু৷ সবমিলিয়ে এক সপ্তাহের মধ্যেই পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিদ্যুৎমন্ত্রী৷ অন্যদিকে সিইএসসি-র তরফে আশ্বাস দেওয়া হয়েছে, মঙ্গলবারের মধ্যেই তারা নিজেদের এলাকায় পরিষেবা স্বাভাবিক করতে পারবে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
সিইএসসি-কে টেক্কা রাজ্য নিগমের, ৮৬ লক্ষ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ চালু
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement