Panchayat election 2023: মনোনয়ন পর্বে অনিয়ম, অবশেষে বিডিও-দের বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে কমিশ

Last Updated:

উলুবেড়িয়া ১ ব্লকের বিডিও-র বিরুদ্ধে দুই সিপিএম প্রার্থীর জমা দেওয়া নথিতে কারচুপি করে মনোনয়ন বাতিল করে দেওয়ার অভিযোগে মামলা হয়েছে হাইকোর্টে৷

অবশেষে তৎপর কমিশন৷
অবশেষে তৎপর কমিশন৷
কলকাতা: শেষ পর্যন্ত মনোনয়ন পর্বে বেনিয়মের অভিযোগের বিরুদ্ধে পদক্ষেপ করতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন৷ সূ্ত্রের খবর, মনোনয়ন পর্বে মিনাখাঁ, ভাঙড় সহ যে এলাকার বিডিওদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে, তাদের শো কজ করা হবে কমিশনের পক্ষ থেকে৷
পঞ্চায়েত নির্বাচনে বিডিও-রাই রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকেন৷ কিন্তু বিভিন্ন জায়গার বিডিও-দের বিরুদ্ধে মনোনয়ন পর্বে একাধিক চাঞ্চল্যকর অভিযোগ তুলেছে বিরোধীরা৷ এমন কি, মামলা গড়িয়েছে হাইকোর্টেও৷ যেমন ভাঙড়ের এক তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে সৌদি আরবে বসেই মনোনয়ন জমার অভিযোগ উঠেছে৷ বিডিও-র নজর এড়িয়ে কীভাবে এমন গুরুতর গরমিল হল তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছে হাইকোর্টও৷
advertisement
advertisement
আবার উলুবেড়িয়া ১ ব্লকের বিডিও-র বিরুদ্ধে দুই সিপিএম প্রার্থীর জমা দেওয়া নথিতে কারচুপি করে মনোনয়ন বাতিল করে দেওয়ার অভিযোগে মামলা হয়েছে হাইকোর্টে৷ প্রথমে এই মামলায় হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ দিলেও পরে ডিভিশন বেঞ্চ কমিশন গড়ে রাজ্য পুলিশের তদন্তেই আস্থা রেখেছে৷
advertisement
এই সমস্ত ঘটনায় মুখ পুড়়েছে কমিশনেরও৷ অনেক জায়গাতেই আবার বিডিও-দের বিরুদ্ধে শাসক দলের প্রার্থীকে মনোনয়ন জমা দেওয়ার জন্য বাড়তি সময় দেওয়ারও অভিযোগ উঠেছে৷
এসব ঘটনার বিরুদ্ধেই এবার তাই নড়েচড়ে বসছে রাজ্য নির্বাচন কমিশন৷ অভিযুক্ত বিডিও-দের শো কজের জবাব যদি সন্তোষজনক না হয় সেক্ষেত্রে তাঁদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Panchayat election 2023: মনোনয়ন পর্বে অনিয়ম, অবশেষে বিডিও-দের বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে কমিশ
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement