#ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে কড়া দাওয়াই! বঙ্গ বিজেপির হাত থেকে কি এবার সংগঠনে রদবদলের ক্ষমতা কেড়ে নিতে চলেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব? জোর চর্চা চলছে পদ্মশিবিরের অন্দরেই। সূত্রের খবর, এবার থেকে 'দিল্লির সবুজ সংকেত ছাড়া সাংগঠনিক ক্ষেত্রে কোনও বদল করতে পারবেন না মুরলীধর সেন লেনের কর্তারা।
জেলা কমিটি নির্বাচন থেকে মণ্ডল সভাপতি বাছাই। বারবারই নেতৃত্ব নির্বাচন ঘিরে গোষ্ঠীকোন্দলে বিদ্ধ হয়েছে বাংলার পদ্ম শিবির। ক্ষোভের সুর চড়েছে দলেরই অন্দরে। গোষ্ঠীকোন্দলের জেরে ফুল বদলেছেন তৃণমূলস্তরের একাধিক নেতা। বারবারই সেই নালিশ পৌঁছেছে দিল্লি দরবারে। বিজেপির দলীয় সূত্রের খবর, এবার এই ধরনের ঘটনা কমাতে কড়া পদক্ষেপ করতে চলেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।
এতদিন অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে, রাজ্য বিজেপির একক সিদ্ধান্তেই সাংগঠনিক স্তরে রদবদল হয়েছে রাজ্য বিজেপিতে। কিন্তু, সূত্রের খবর, এবার থেকে বদলে যাচ্ছে সিস্টেম। আর কোনও একক সিদ্ধান্ত নয়। এবার থেকে দিল্লির সবুজ সংকেত মিললে তবেই সাংগঠনিক স্তরে রদবদল করতে পারবে বঙ্গ বিজেপি।
আরও পড়ুন: জি২০ বৈঠকের প্রস্তুতি পর্ব, সবার সাহায্য চাইলেন মোদি, ‘সাহায্য করব’, বললেন মমতা
কিন্তু, ঘটনা হল, যা রটে, তার কিছুটা তো বটে, এই প্রবাদ মেনে বিজেপির অন্দরে কান পাততে গেলেই শোনা যাচ্ছে অন্য কথা। সূত্রের দাবি, জেলা কমিটি হোক কিংবা রাজ্য কমিটি, এমনকি, মণ্ডল কমিটির ক্ষেত্রেও নেতৃত্বে যে কোনও রকমের রদবদলের আগে কেন্দ্রীয় নেতৃত্বকে চিঠি দিয়ে জানাতে হবে সবকিছু। কেন এই রদবদল দরকার, কাকে সরিয়ে কাকে নিয়ে আসার কথা ভাবা হচ্ছে, সব কিছু খতিয়ে দেখে কেন্দ্রীয় নেতৃত্ব সবুজ সংকেত দিলে, তবেই সেই পদে পরিবর্তন আনতে পারবে বঙ্গ বিজেপি।
আরও পড়ুন: ‘আমি আগেই বলেছিলাম ৩০ হাজার বেআইনিভাবে নিয়োগ হয়েছে’: শুভেন্দু অধিকারী
অনেকের মতে, এমনটা যে হতে চলেছে গত অক্টোবরেই তার ইঙ্গিত মিলেছিল। গত ১৭ অক্টোবর রাজ্য বিজেপির কুড়ি জনের কোর কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় নেতৃত্ব। তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই ঘোষণা রাজ্য বিজেপির তরফে করা হয়নি। ঘোষণা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। রাজ্যের পদ্ম শিবিরের কোর কমিটির ঘোষণা করছে দিল্লি, এমন নজির সাম্প্রতিক অতীতে নেই। তাই রাজনীতির কারবারিরা মনে করছেন, এবার সেই পথে হেঁটেই সমস্ত কমিটি গঠনের অধিকারই কেড়ে নেওয়া হচ্ছে রাজ্য বিজেপির হাত থেকে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengal BJP, BJP, J P Nadda, Sukanta Majumdar