Madan Mitra: অভিযোগ খারিজ এসএসকেএম কর্তার, খোঁজ নিলেন মমতা! নিজেই চাপে পড়লেন মদন?

Last Updated:

মদনের এই বিস্ফোরক অভিযোগ সামনে আসতেই প্রশাসনের শীর্ষ মহলেও আলোড়ন পড়ে যায়৷

কলকাতা: এসএসকেএম হাসপাতালকে বয়কটের ডাক দিয়েছিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র৷ এমন কি, হাসপাতালের রোগী পরিষেবা নিয়ে প্রশ্ন তুলে এসএসকেএম বয়কটের ডাকও দিয়েছিলেন মদন৷ শুক্রবার রাতে মদনের এ হেন রুদ্রমূর্তিতে রীতিমতো অস্বস্তিতে পড়তে হয়েছিল রাজ্য সরকার ও শাসক দলকে৷
শেষ পর্যন্ত এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিক বৈঠক করে মদন মিত্রের তোলা অভিযোগ নস্যাৎ করল৷ এসএসকেএম হাসপাতালের পক্ষ থেকে পাল্টা ওই রোগীর পরিবারের বিরুদ্ধে চিকিৎসক ও নার্সদের সঙ্গে দুর্ব্যবহার ও গালিগালাজের অভিযোগ তোলা হয়েছে৷ চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের নিগ্রহের বিষেয় সরকারের কড়া মনোভাবের কথাও মনে করিয়ে দিয়েছেন এসএসকেএম হাসপাতালের অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায়৷
advertisement
advertisement
গতকাল দুর্ঘটনায় গুরুতর আহত এক যুবককে এসএসকেএম-এর ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করা নিয়ে ঘটনার সূত্রপাত৷ মদন মিত্রের অভিযোগ, দীর্ঘক্ষণ হাসপাতাল চত্বরে অ্যাম্বুল্যান্সের মধ্যেই পড়েছিলেন ওই যুবক৷ ট্রমা সেন্টারে বেড না থাকার কারণেই ওই যুবককে ভর্তি নেওয়া যায়নি৷
advertisement
খবর পেয়ে রাতেই হাসপাতালেই যান কামারহাটির তৃণমূল বিধায়ক৷ যদিও মদনের হস্তক্ষেপেও কাজ হয়নি৷ তৃণমূল বিধায়কের দাবি, হাসপাতালের অধিকর্তা তাঁর ফোন ধরেননি৷ হাসপাতালে দালাল না ধরলে রোগী ভর্তি করা যায় না বলেও অভিযোগ করেন মদন৷ শেষ পর্যন্ত নিজের খরচেই ওই রোগীকে মল্লিকবাজারের বেসরকারি হাসপাতালে ফেরত পাঠিয়ে ভর্তি করেন তৃণমূল নেতা৷ এসএসকেএম হাসপাতাল বয়কটের ডাকও দেন মদন৷ তৃণমূল বিধায়ক আরও দাবি করেন, বামফ্রন্ট আমল হলে এক মিনিটেই ওই রোগীকে হাসপাতালে ভর্তি করতে পারতেন তিনি৷
advertisement
মদনের এই বিস্ফোরক অভিযোগ সামনে আসতেই প্রশাসনের শীর্ষ মহলেও আলোড়ন পড়ে যায়৷ শেষ পর্যন্ত এ দিন দুপুরে বিষয়টি নিয়ে নিজেদের বক্তব্য পেশ করেন এসএসকেএম হাসপাতালের অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায় সহ হাসপাতালের বিভাগীয় প্রধানরা৷
এসএসকেএমের শীর্ষ কর্তা দাবি করেন, গুরুতর আহত ওই যুবককে ভেন্টিলেশন সাপোর্ট ছাড়াই হাসপাতালে আনা হয়েছিল৷ সেই সময় কর্তব্যরত মহিলা মেডিক্যাল অফিসার রোগীর পরিবারকে জানান, ভেন্টিলেটরের সুবিধা সহ বেড খালি হলেই ওই রোগীকে ডেকে নেওয়া হবে৷
advertisement
এর পরে রোগীকে নিয়ে তাঁর পরিবার ফিরে যান বলে দাবি এসএসকেএম অধিকর্তার৷ এর পর রাত দুটো নাগাদ রোগীর পরিবারের সদস্যরা এসে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের গালিগালাজ করেন বলে অভিযোগ৷ গতকালের এই ঘটনায় হাসপাতালে চিকিৎসক এবং নার্সরা ব্যথিত এবং ক্রদ্ধ বলেও জানান হাসপাতালের অধিকর্তা৷ বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গেও তাঁর কথা হয়েছে বলে দাবি করেন হাসপাতালের শীর্ষ কর্তা৷ চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্য কর্মীদের হেনস্থার চেষ্টা কোনও ভাবেই সরকার বরদাস্ত করবে না বলেও দাবি করেন মণিময় বন্দ্যোপাধ্যায়৷ যদিও মদন মিত্রের অভিযোগের কোনও সরাসরি জবাব দেননি হাসপাতালের অধিকর্তা৷ তবে মদন মিত্র হাসপাতালে দালাল চক্রের যে অভিযোগ তুলেছেন, তা খারিজ করে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ৷
advertisement
হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, গোটা ঘটনা তথ্য প্রমাণ সহ উচ্চতর কর্তৃপক্ষের কাছে জানানো হবে৷ গোটা ঘটনার সিসিটিভি ফুটেজও রয়েছে বলে দাবি করেছেন হাসাপাতালের অধিকর্তা৷ তবে হাসপাতালের বক্তব্যের পাল্টা মদন মিত্রের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷ তবে যেভাবে হাসপাতালের শীর্ষ কর্তা মুখ্যমন্ত্রী কথা উল্লেখ করে পাল্টা অভিযোগ করলেন, তাতে সরকার মদনের অভিযোগকে কতটা মান্যতা দিল, তা নিয়েই প্রশ্ন উঠছে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Madan Mitra: অভিযোগ খারিজ এসএসকেএম কর্তার, খোঁজ নিলেন মমতা! নিজেই চাপে পড়লেন মদন?
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement