SSKM Hospital: বিশ্বের সেরা হাসপাতালগুলোর মধ্যে অন্যতম এসএসকেএম, স্বীকৃতি নিউজ উইকের
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
SSKM Hospital: বিশ্বের মোট ৪০ হাজার চিকিৎসকের মাধ্যমে, হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে নিউজ উইক এই সমীক্ষা চালিয়েছিল।
#কলকাতা: ২০২২ সালে বিশ্বের সেরা হাসপাতালগুলির মধ্যে অন্যতম হল কলকাতার এসএসকেএম হাসপাতাল। বিশ্বের বিখ্যাত সংবাদ পত্রিকা বা নিউজ ম্যাগাজিন নিউজ উইকের বিচারে সেরার তকমা পেল এসএসকেএম। নিউজ উইক ও স্ট্যাটিসিয়ার বিচারে বিশ্বের প্রথম সারির দেশ যেমন গ্রেট ব্রিটেন, জার্মানি ও ফ্রান্স, আমেরিকা, সিঙ্গাপুরের মতো দেশগুলির হাসপাতালের পাশে দাঁড়িয়েও সেরার তকমা পেল কলকাতার এসএসকেএম হাসপাতাল।
বিশ্বের মোট ৪০ হাজার চিকিৎসকের মাধ্যমে, হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে নিউজ উইক এই সমীক্ষা চালিয়েছিল। সেই সমীক্ষার ভিত্তিতে দেখা গিয়েছে, চিকিৎসা পরিষেবার বিষয়ে রোগীদের সন্তুষ্টির বিচারে বাকি দেশের তুলনায় শ্রেষ্ঠত্ব এসে ধরা দিয়েছে কলকাতার এই হাসপাতালেই। মূলত বিচার করা হয়েছে রোগীদের চিকিৎসা পদ্ধতি, হাসপাতালের স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা, সব কিছুর মানদণ্ড বিচার করেই। এগুলির বিচারেই বিশ্বের সেরা হাসপাতালের তকমা পেল এসএসকেএম।
advertisement
advertisement
ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে তৈরি কলকাতার এই ঐতিহ্যবাহী হাসপাতাল কলকাতার স্বাস্থ্য ব্যবস্থার প্রাণকেন্দ্র বলা চলে। ইতিহাসেও বার বার এই হাসপাতালের পালকে একের পর এক পালক যুক্ত হয়েছে বার বার। ১৭৭০ সালের আশেপাশে তৎকালীন সরকারের অধিগ্রহণ করা জমিতে হাসপাতালের ভবন তৈরির কাজ শুরু হয়। তার পর থেকেই সাধারণ মানুষের চিকিৎসার কাজে উৎসর্গীকৃত এই হাসপাতালের সুনাম ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। শুধু চিকিৎসার জন্য নয়, চিকিৎসাবিদ্যা পঠন-পাঠনের কাজ, গবেষণার কাজ, জটিল অস্ত্রোপচারের কাজ, সবেতেই এই হাসপাতাল আছে আলোচনার শীর্ষে।
advertisement
Avijit Chanda
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 05, 2022 5:44 PM IST