অবশেষে বহু প্রতীক্ষিত বিজ্ঞপ্তি! শুক্রবার থেকেই উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ শুরু করছে এসএসসি

Last Updated:

গত আট বছর ধরেই উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া চলছে। প্রায় সাড়ে ১৪ হাজার শূন্যপদ রয়েছে এই নিয়োগের জন্য।

আজ থেকেই শুরু ইন্টারভিউ
আজ থেকেই শুরু ইন্টারভিউ
#কলকাতা: উচ্চ প্রাথমিক নিয়োগে শেষ পর্যায়ে এল স্কুল সার্ভিস কমিশন। হাইকোর্টের নির্দেশ মেনে বাকি থাকা ১৫৮৫ জন চাকরি প্রার্থীর ইন্টারভিউ নেওয়ার বিজ্ঞপ্তি ইতিমধ্যেই জারি করেছে স্কুল সার্ভিস কমিশন। ২১শে অক্টোবর থেকে ৪ঠা নভেম্বর পর্যন্ত চলবে এই ইন্টারভিউ প্রক্রিয়া। বহু প্রতীক্ষিত সেই ইন্টারভিউ প্রক্রিয়া শুক্রবার অর্থাৎ আজ থেকেই শুরু করছে এসএসসি। এসএসসি সদর দফতরেই নেওয়া হবে ইন্টারভিউ।
যে চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে তাঁদের নামের তালিকা, অ্যাকাডেমিক স্কোর-সহ বিস্তারিত তথ্য তুলে দেওয়া হয়েছে ওয়েবসাইটে। কমিশনের তরফে জানানো হয়েছে মোট ১১ টি বিষয় ইন্টারভিউ নেওয়া হবে। বায়ো সায়েন্স, ভূগোল, ইতিহাস, পিওর সায়েন্স, হিন্দি, উর্দু, আরবিক, নেপালি, বাংলা, সংস্কৃত এবং ইংরেজি। এর মধ্যে কিছু কিছু বিষয়ে ২১শে অক্টোবর অর্থাৎ আজ থেকে শুরু করা হচ্ছে ইন্টারভিউ৷ কিছু কিছু বিষয় নভেম্বরে প্রথম সপ্তাহ থেকেই শুরু করা হচ্ছে ইন্টারভিউ।
advertisement
আরও পড়ুন- বড় খবর! ১১ হাজারেরও বেশি শূন্য পদ, প্রাথমিকের শিক্ষক নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আজ থেকেই
কমিশনের তরফে জানানো হয়েছে বিজ্ঞপ্তি দিয়ে বাংলার ইন্টারভিউ নেওয়া হবে ১ নভেম্বর থেকে ৪ঠা নভেম্বর পর্যন্ত। পিওর সাইন্সের ইন্টারভিউ নেওয়া হবে ২৯  অক্টোবর এবং ১ নভেম্বর থেকে ৪ নভেম্বর পর্যন্ত। যে বিষয়গুলিতে প্রার্থী সংখ্যা বেশি রয়েছে সেই বিষয়গুলির ইন্টারভিউ কালীপুজোর পর নেওয়া হবে। মূলত কালীপুজোর আগে ইন্টারভিউ নেওয়ার জন্য শিক্ষক অধ্যাপক সে অর্থে পাওয়া যাচ্ছিল না। মূলত ছুটির জন্যই পাওয়া যাচ্ছিল না বলেই কমিশন সূত্রে জানা গিয়েছিল। তার জন্যই তুলনামূলক কম সংখ্যা রয়েছে এই বিষয়গুলির ইন্টারভিউ কালীপুজোর আগেই নিয়ে নিচ্ছে কমিশন। তবে সেক্ষেত্রে নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করে ফেলছে কমিশন।
advertisement
advertisement
কমিশন সূত্রে খবর, এর পরবর্তী পদক্ষেপে চূড়ান্ত মেধাতালিকা প্রস্তুত করে ফেলবে এসএসসি। তারপরেই তা হাইকোর্টের কাছে পেশ করা হবে৷হাইকোর্ট অনুমতি দিলেই সেই মেধা তালিকা প্রকাশ করে দেবে এসএসসি। সে ক্ষেত্রে উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশের প্রক্রিয়াটি নভেম্বরের মধ্যেই করে ফেলতে চাইছে তারা। যদিও গোটা প্রক্রিয়াটি নির্ভর করছে হাইকোর্টের ওপর। গত আট বছর ধরেই উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া চলছে। প্রায় সাড়ে ১৪ হাজার শূন্যপদ রয়েছে এই নিয়োগের জন্য।
বাংলা খবর/ খবর/কলকাতা/
অবশেষে বহু প্রতীক্ষিত বিজ্ঞপ্তি! শুক্রবার থেকেই উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ শুরু করছে এসএসসি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement