SSC Scam: চাকরিহারা শিক্ষকদের ধর্নায় বিরাট মোড়! ধর্নায় বসে থাকা অবস্থাতেই যা হল আন্দোলনকারীর... দেখলে চমকে উঠবেন
- Published by:Salmali Das
- news18 bangla
- Reported by:Rounak Dutta Chowdhury
Last Updated:
SSC Scam: বিকাশ ভবনের সামনে অনশন আন্দোলন চলছে চাকরিহারাদের। এরই মধ্যে আজ বলরাম বিশ্বাস নামক অনশনরত শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে আরজি কর হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।
কলকাতাঃ বিকাশ ভবনের সামনে অনশন আন্দোলন চলছে চাকরিহারাদের। এরই মধ্যে আজ বলরাম বিশ্বাস নামক অনশনরত শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে আরজি কর হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুনঃ মালিক মৃত! বাড়ি সাফ করতে এসে দেওয়ালের ছবি সরাতে গিয়ে যা দেখলেন কর্মচারীরা… ভয়ে পুরো কাঁটা
তাঁদের অভিযোগ অনশনরতদের জন্য এ্যাম্বুলেন্স বা ডাক্তার কোন কিছুরই ব্যবস্থা সরকার করেনি। এমনকী বায়ো টয়লেটগুলো কেউ ঠিকঠাক করে পরিষ্কার করা হচ্ছে না যথা সময়ে। বৃহস্পতিবার, প্রাথমিক ৩২০০০ চাকরি বাতিল মামলায়া একক বেঞ্চের শুনানির বিরুদ্ধে বিস্ফোরক রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। তাড়াহুড়ো করে শুনানি করা হয়েছে, বিচারপতিকেই জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে সওয়াল করেন এজি কিশোর দত্ত।
advertisement
advertisement
বৃহস্পতিবারেই এজি কিশোর দত্তের আদালতে সওয়াল, ‘‘একক বেঞ্চের শুনানির ক্ষেত্রে অনেক তাড়াহুড়ো করা হয়েছে। শুনানির শেষের পরের দিনই রায় ঘোষণা করা হয়েছে। ১৫ বার শুনানি হয়েছিল। বোর্ডকে অ্যাপটিটিউড টেস্ট নিয়ে কোনও বক্তব্য রাখতে দেওয়া হয়নি। বিচারপতিকেই জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 15, 2025 2:19 PM IST