SSC Scam: একাধিক শর্তে নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন কল্যাণময়! এবার কী তবে...
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Written by:ARNAB HAZRA
Last Updated:
শর্তসাপেক্ষে জামিন দিল বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ।
কলকাতা: অবশেষে স্বস্তি। নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। শর্তসাপেক্ষে জামিন দিল বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ।
advertisement
কী কী শর্ত মানতে হবে?
কলকাতা পুরসভা এলাকায় থাকতে হবে।
বিধাননগর কমিশনারেট এবং পার্ক স্ট্রিট থানা এলাকায় প্রবেশ করতে পারবেন না।
পাসপোর্ট থাকলে নিম্ন আদালতে জমা করতে হবে।
advertisement
গত বৃহস্পতিবার নিয়োগ মামলায় কল্যাণময় গঙ্গোপাধ্যায়, সুব্রত রায় সামন্ত ও অশোক সাহা সিবিআই তিন জনকে নতুন মামলায় প্রোডাকশন ওয়ারেন্ট জন্য আবেদনের হিয়ারিং ছিল। হিয়ারিং হলেও কেস ডায়েরি সিবিআই নিয়ে আসেনি। তাই আজ বুধবার নির্দেশ দেওয়া হয় কেস ডায়েরি জমা দিয়ে কেন নতুন মামলায় RC3 তে নেওয়া প্রয়োজন তা জমা দেবে সিবিআই। তারপর বিচারক নির্দেশ দেবে। আজ তাপস মণ্ডলেরও জামিন মামলার শুনানি।
advertisement
সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। সূত্রের খবর, এসএসসি দুর্নীতি মামলায় ভুয়ো নিয়োগপত্রে সই করার অভিযোগ রয়েছে কল্যাণময়ের বিরুদ্ধে। বাগ কমিটির রিপোর্টেও লেখা হয়েছিল, কল্যাণময়ের নির্দেশেই ভুয়ো বেআইনি নিয়োগপত্র তৈরি হয়েছিল। SSC দুর্নীতিতে গ্রেফতার তিনি ছিলেন তৃতীয় আধিকারিক। তার আগে SSC উপদেষ্টা কমিটির প্রাক্তন সভাপতি শান্তিপ্রসাদ সিনহা ও আরও ১ আধিকারিককে গ্রেফতার করেে সিবিআই।
advertisement
নিয়োগ দুর্নীতিতে কল্যাণময়ই প্রথম জামিন নন। এর আগে জামিন পান নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ভট্টাচার্য।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 29, 2023 1:37 PM IST