Ssc Scam: ৩০০ চাকরিপ্রার্থীর তালিকা, ইডির হানায় এসএসসি দুর্নীতির বিরাট কাণ্ড ফাঁস! এবার?
- Published by:Suman Biswas
- Written by:Arpita Hazra
Last Updated:
Ssc Scam: শান্তনু কি নিয়োগ দুর্নীতির চক্রে সক্রিয় ভাবে ভূমিকা ছিল? সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করবে ইডি। শান্তনুর সম্পত্তির উপরেও নজর ইডির।
অর্পিতা হাজরা, কলকাতা: নিয়োগ দুর্নীতিতে এবার অ্যাডমিট কার্ডের পর তিনশোর বেশি ক্যান্ডিডেট লিস্ট উদ্ধার করল ইডি শান্তনু বন্দোপাধ্যায়ের বাড়ি থেকে। কেন শান্তনুর বাড়িতে এতো বিপুল পরিমান চাকরি প্রাথীদের ক্যান্ডিডেট লিস্ট? ইডি সূত্রে খবর, বর্ধমান, হুগলি, মুর্শিদাবাদ, বাঁকুড়া সহ বিভিন্ন জেলার চাকরি প্রাথীদের লিস্ট উদ্ধার করেছে ইডি। শান্তনু কি নিয়োগ দুর্নীতির চক্রে সক্রিয় ভাবে ভূমিকা ছিল? সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করবে ইডি। শান্তনুর সম্পত্তির উপরেও নজর ইডির।
শান্তনুর হোটেল, জমি বাড়ি ও অন্যান্য সম্পত্তি বিষয়ে ও তাঁর আয়ের উৎস জানতে চায় ইডি।শান্তনুর আয়ের সঙ্গে সংগতি আদৌ আছে কিনা? কারণ বিপুল সম্পত্তি রয়েছে, সেবিষয়ে জিজ্ঞাসাবাদ করবে ইডি।শান্তনুকে শুক্রবার ফের তলব করে ইডি। বৃহস্পতিবারও তাঁকে তলব করেছিল ইডি। শুক্রবারও তাঁকে তলব করা হয়।শান্তনু সঙ্গে কুন্তলের ঘনিষ্ঠতা কবে থেকে পরিচয় এসব বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করবে ইডি।
advertisement
ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতিতে এখনো কয়েকজন সুপারিসকারী বা মধ্যস্থতাকারী রয়েছেন। যাঁদের খোঁজ করছে ইডি। কুন্তল ঘোষকে জিজ্ঞাসাবাদ করে আরো কয়েকজনের নামের তালিকা মিলেছে। এবার তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করবে ইডি।যদিও কুন্তলকে এদিন মেডিকেল করাতে নিয়ে যাওয়ার সময় জিগ্যেস করা হয় যে তাপস মন্ডলের সঙ্গে শান্তনু বন্দোপাধ্যায় আলাপ করিয়েছিলেন? কুন্তল ঘোষ উত্তরে না বলেন।কুন্তল ঘোষ কাস্টডিতে থাকা কালীন একের পর এক বিস্ফোরক অভিযোগ করছেন।কুন্তলের দাবি, ত্রিশ কোটি টাকা পাওনা বাকি তাপস মন্ডলের থেকে! কুন্তলের ডায়েরিতে উল্লেখ প্রাইমারি থেকে এসএসসি সব ক্ষেত্রে কত করে কমিশন আসতো? কত জনের থেকে পাওনা বাকি? কমিশনের কত টাকা ক্যান্ডিডেট প্রতি নেওয়া হত? পাল্টা ইডির জেরায় চাঞ্চল্যকর দাবি তাপসের!
advertisement
advertisement
মাত্র ৫২ জনের চাকরি হয়েছে। সেই টাকাই কুন্তল পেয়েছেন। বাকিদের চাকরি হয়নি বলে দাবি তাপসের। ইডি সূত্রে খবর, তাপস মন্ডলের থেকে ত্রিশ কোটি টাকার হিসাব চেয়েছে ইডি। কারণ কুন্তল ঘোষ দাবি করেন, কুন্তল ঘোষের ডায়েরিতে লেখা ত্রিশ কোটি টাকার হিসাব। কুন্তলের ডায়েরিতে ও ইডির বয়ানে উল্লেখ করেছে, তাপস মন্ডলের থেকে ত্রিশ কোটি টাকা বাকি পাওয়ার কথা লেখা রয়েছে।
advertisement
ইডি সূত্রে খবর, তাপসের ডায়েরিতে লেখা প্রাইমারি, আপার প্রাইমারি, এসএসসি চাকরি করিয়ে দেওয়ার জন্য ত্রিশ কোটি টাকা বাকি রয়েছে। তাপস মন্ডলের দাবি, এর মধ্যে উনিশ কোটি চুয়ালিস লক্ষ পঞ্চাশ হাজার টাকা পেয়েছেন কুন্তল ঘোষ । কিন্তু বাকি টাকা পাননি কুন্তল ঘোষ । পাল্টা তাপস মন্ডলের দাবি, তিনশো পঁচিশ জনের মধ্যে মাত্র বাহান্ন জনের চাকরি হওয়ায় উনিশ কোটি টাকা কুন্তল পেয়েছেন । বাকিদের চাকরি হয়নি তাই টাকা পায়নি কুন্তল, ইডির কাছে দাবি তাপস মন্ডলের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 27, 2023 5:21 PM IST