Ssc Scam: টাকা নেওয়ার প্রমাণ স্পষ্ট, Ssc দুর্নীতিতে এবার বড় কাণ্ড CBI-এর! কে এই ব্যক্তি? কী যোগ?

Last Updated:

Ssc Scam: সিবিআই সূত্রে খবর, ইতিমধ্যে আলিপুর বিশেষ সিবিআই আদালতে প্রসন্নকে নিজেদের হেফাজতে নিয়ে চেয়ে আবেদন করেন গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলার তদন্তকারী অফিসার।

এসএসসি দুর্নীতিতে ফের নজরে প্রসন্ন রায়
এসএসসি দুর্নীতিতে ফের নজরে প্রসন্ন রায়
কলকাতা: এসএসসি গ্রুপ ডি নিয়োগ দুর্নীতিতেও প্রসন্ন যোগ। নিউটাউনের প্রোমোটার প্রসন্ন রায়কে নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতিতে আগেই গ্রেফতার করেছিল সিবিআই। এবার তাকে গ্রুপ ডি নিয়োগ দুর্নীতিতে নিজেদের হেফাজতে নিতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সিবিআই সূত্রে খবর, ইতিমধ্যে আলিপুর বিশেষ সিবিআই আদালতে প্রসন্নকে নিজেদের হেফাজতে নিয়ে চেয়ে আবেদন করেন গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলার তদন্তকারী অফিসার। সূত্রের দাবি, আদালতে সেই আবেদন মঞ্জুর হয়েছে। বৃহস্পতিবার প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে আলিপুর বিশেষ সিবিআই আদালতে পেশ করা হবে প্রসন্নকে। আদালত থেকেই তাকে নিজেদের হেফাজতে নেবে সিবিআই।
advertisement
কেন গ্রুপ ডি মামলায় প্রসন্নকে হেফাজতে নেবে সিবিআই? সূত্রের দাবি, গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় প্রসন্নর যোগসূত্র পাওয়া গিয়েছে। উত্তর ২৪ পরগনার একাধিক চাকরি প্রার্থীর জন্য সুপারিশ করা, টাকা নেওয়া সহ নিয়োগ দুর্নীতিতে যোগ মিলেছে প্রসন্নর।
advertisement
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এই প্রসন্ন প্রভাব খাটিয়েছেন নিজের এলাকায়। চাকরি বিক্রি করে টাকা তুলেছেন, পৌঁছে দিয়েছেন প্রভাবশালীদের কাছে অভিযোগ সিবিআইয়ের।
গ্রুপ সি নিয়োগ দুর্নীতিতেও যোগ মিলেছে প্রসন্নর। বাগদার সৎ রঞ্জন ওরফে চন্দন মণ্ডল প্রসন্নর হয়ে কাজ করতেন বলে সিবিআই তদন্তে উঠে এসেছে। তাই চন্দন গ্রেফতার হওয়ার পর সংশোধনাগারে গিয়ে প্রসন্নকে জেরা করেছে সিবিআই। জেরা করা হয়েছে প্রসন্নর অফিসের কর্মী প্রদীপ সিংকেও। যাকে সিবিআই গ্রেফতার করেছে।
advertisement
এবার গ্রুপ ডি মামলায় নিজেদের হেফাজতে নিয়ে প্রসন্নকে জেরা করবে সিবিআই। এখন দেখার বৃহস্পতিবার কত দিনের জন্য প্রসন্নকে হেফাজতে চাইছে সিবিআই। তবে সিবিআই সূত্রে দাবি, প্রসন্ন সম্পর্কে তথ্য হাতে পেয়েই তাকে হেফাজতে নিয়ে জেরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
উল্লেখ্য গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে সিবিআইকে। সিবিআই তরফে আদালতে প্রসন্নের ভূমিকা নিয়ে তথ্য তুলে ধরা হয়। আদালত জানতে চেয়েছিল কবে তাকে হেফাজতে নেওয়া হবে। অবশেষে তাকে গ্রুপ ডি মামলায় হেফাজতে নিতে চলেছে সিবিআই।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Ssc Scam: টাকা নেওয়ার প্রমাণ স্পষ্ট, Ssc দুর্নীতিতে এবার বড় কাণ্ড CBI-এর! কে এই ব্যক্তি? কী যোগ?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement