SSC Scam: SSC-কে 'বিশ্বাসঘাতক' দেখাতে গিয়ে ফাঁপড়ে মধ্যশিক্ষা পর্ষদ, সচিবকে শো-কজ হাইকোর্টের
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Written by:ARNAB HAZRA
Last Updated:
SSC Scam: SSC আদালতে প্রমাণ দাখিল করতেই মামলা ঘুরে যায়। মধ্যশিক্ষা পর্ষদের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি বসু।
কলকাতা: SSC-কে ‘বিশ্বাসঘাতক’ দেখাতে গিয়ে ফাঁপড়ে মধ্যশিক্ষা পর্ষদ। মধ্যশিক্ষা পর্ষদ সচিবকে শো-কজ করল কলকাতা হাইকোর্ট। সচিবের বিরুদ্ধে পদক্ষেপ কেন নেবে না হাইকোর্ট? সোমবার সচিবকে এজলাসে হাজিরা দিয়ে ব্যাখা তলব বিচারপতি বিশ্বজিৎ বসুর।
উমা প্রামাণিক বাঁকুড়া শালতোড়া গার্লস স্কুলে চাকরির সুপারিশ পান সেপ্টেম্বর ২০২১-এ। ২ বছর পরেও সেই এসএসসি চাকরি দেয়নি মধ্যশিক্ষা পর্ষদ। মধ্যশিক্ষা পর্ষদ সচিব হাইকোর্টে জানান, SSC সঠিক তথ্য দিচ্ছে না। কোনও সুপারিশ পত্র এসএসসি পাঠায়নি।
আরও পড়ুন: শীতের হাওয়ায় লাগল নাচন ‘এই’ জেলায়, পৌষের শেষবেলায় হাড়ে কাঁপন ধরাল ঠান্ডা
SSC আদালতে প্রমাণ দাখিল করতেই মামলা ঘুরে যায়। মধ্যশিক্ষা পর্ষদের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি বসু। তারপরেই মধ্যশিক্ষা পর্ষদের সচিবকে শো-কজ করে হাইকোর্ট। সোমবার মধ্যশিক্ষা পর্ষদের সচিবকে হাইকোর্টে হাজিরা দিয়ে ব্যাখ্যা করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
advertisement
advertisement
আরও পড়ুন: ক্যানসার আক্রান্ত ইমরান হাশমির ছেলের অস্ত্রোপচারে বাদ গিয়েছে কিডনি! আয়ান এখন কেমন আছে? বড় ‘খবর’ দিলেন অভিনেতা
অন্যদিকে, এসএসসি নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক তথ্য সামনে এসেছে। এবার ভূতুড়ে চাকরির হদিশ দিল খাস SSC। নবম-দশমে ভুতূড়ে চাকরি ৪০। একাদশ-দ্বাদশে চাকরি ১৮। ৫৮ চাকরির ভবিষ্যৎ নিয়ে ঘোর সংশয়। ৫৮ চাকরির পার্সোনালিটি টেস্ট, ইন্টারভিউ কোনও তথ্য নেই SSC কাছে। ইন্টারভিউ না দিয়েই চাকরি এই ৫৮ জনের।
advertisement
অর্ণব হাজরা
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 14, 2024 6:48 PM IST