TET Scam: কড়কড়ে ৭ লাখ টাকায় রফা হয়েছিল প্রাথমিকের চাকরির! তারপর কোথায় কী..আদালতে উঠল মামলা
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:ARNAB HAZRA
Last Updated:
এই দুই এজেন্টকেই চাকরি প্রার্থীরা টাকা দেন বলে অভিযোগ। পরে চাকরি না পাওয়ায় টাকা ফেরত চান মইদুল। ১.৯ লক্ষ টাকা ফেরতও দেন অভিযুক্ত এজেন্টরা। বাকি টাকা না দেওয়ায় মে মাসে হরিণঘাটা থানায় অভিযোগ করে মইদুল। ২৩ জুন প্রতারণা ও বিশ্বাসভঙ্গের ধারায় FIR রুজু করে হরিণঘাটা থানা। সেই এফআইআর উপরে স্থগিতাদেশ হাইকোর্টের।
কলকাতা: কড়কড়ে ৭ লক্ষ টাকা দিয়ে দিয়েছিলেন চাকরি পাওয়ার ‘বরাত’৷ কিন্তু, সেই চাকরি মেলেনি৷ বেআইনি চাকরি প্রার্থীকে এবার টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিল আদালত৷
জানা গিয়েছে, ৭ লক্ষ টাকার সওদায় প্রাথমিক শিক্ষক চাকরির রফা হয়েছিল নদিয়ায়! কিন্তু, সেই চাকরি হয়নি৷ সেই টাকা এবার ফেরত দেওয়ার নির্দেশ দুই এজেন্টকে। ৪ জুলাইয়ের মধ্যে টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা।
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় ‘মিসিং ফাইল’-এর খোঁজ! হঠাৎ করেই উধাও, কোথায় গেল..তৎপর সিবিআই
অভিযোগ, ২০২১ সালে প্রাথমিক শিক্ষক পদে চাকরির জন্য ৭ লক্ষ টাকা দেন চাকরি প্রার্থী মইদুল মণ্ডল, সাব্বির আহমেদ (উত্তর ২৪ পরগনা), সিয়াজুল বাঙ্গুয়ার (নদিয়া, হরিণঘাটা)।
advertisement
advertisement
এই দুই এজেন্টকেই চাকরি প্রার্থীরা টাকা দেন বলে অভিযোগ। পরে চাকরি না পাওয়ায় টাকা ফেরত চান মইদুল। ১.৯ লক্ষ টাকা ফেরতও দেন অভিযুক্ত এজেন্টরা। বাকি টাকা না দেওয়ায় মে মাসে হরিণঘাটা থানায় অভিযোগ করে মইদুল। ২৩ জুন প্রতারণা ও বিশ্বাসভঙ্গের ধারায় FIR রুজু করে হরিণঘাটা থানা। সেই এফআইআর উপরে স্থগিতাদেশ হাইকোর্টের।
advertisement
আরও পড়ুন: হেঁশেল ঠেলে দু’জনেই, কিন্তু পঞ্চায়েত চালাবে কে? ভোটের লড়াইয়ে দুই জা
যদিও এদিন আদালতে ওই দুই এজেন্ট বলেন, ‘‘চাকরি নয়! ঋণ হিসেবে নিয়েছি ৭ লক্ষ টাকা। ১.৯ লক্ষ টাকা শোধ করেছি বাকি টাকাও ফেরত দিতে চাই।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
June 26, 2023 2:50 PM IST