SSC Recruitment 2023: কারও বয়স ৫০, কারও বয়স ৪০! অবশেষে চাকরির আশা দেখছেন উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা

Last Updated:

SSC Recruitment 2023: আন্দোলন করেই কেটে গিয়েছে বছরের পর বছর। অবশেষে ১০ বছর বাদে আশার আলো চাকরিপ্রার্থীদের চোখে।

আশার আলো চাকরিপ্রার্থীদের চোখে
আশার আলো চাকরিপ্রার্থীদের চোখে
কলকাতা: আন্দোলন করেই কেটে গিয়েছে বছরের পর বছর। অবশেষে ১০ বছর বাদে আশার আলো চাকরিপ্রার্থীদের চোখে। তাঁরা জানিয়েছেন, যতক্ষণ না পর্যন্ত মেধা তালিকায় থাকার প্রার্থীরা স্কুলে যাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আমাদের মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে আন্দোলন চলবে।
চাকরিপ্রার্থীদের একাংশের কথায়, “আমরা চাই এই নিয়োগ প্রক্রিয়ায় যাতে কোনওরকম বাধা না আসে। দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে উচ্চ প্রাথমিকে চাকরিপ্রার্থীরা মাতঙ্গিনী হাজরার মূর্তি পাদদেশে নিয়োগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
কারও বয়স ৫০ হতে চলল, আবার কারও বয়স ৪০ এর কাছাকাছি। ১০ বছর বাদে অবশেষে চাকরির আশার আলো এই চাকরিপ্রার্থীদের কাছে। কেউ সংসার চালিয়েছেন বেসরকারি সংস্থায় চাকরি করে, আবার কেউ সংসার চালিয়েছেন কোনওরকমে প্রাইভেট টিউশন করে।
advertisement
advertisement
এত বছর ধরে অপেক্ষা করার জন্য চাকরি করার সময়সীমা অনেকটাই কমে গিয়েছে এই চাকরিপ্রার্থীদের কাছে। তাই নিয়োগে আশার আলো দেখলেও চাকরি করার সময়সীমা কমে যাওয়ায় কিছুটা হলেও হতাশা চাকরি প্রার্থীদের মধ্যে।
বাংলা খবর/ খবর/কলকাতা/
SSC Recruitment 2023: কারও বয়স ৫০, কারও বয়স ৪০! অবশেষে চাকরির আশা দেখছেন উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement