SSC: এত হাজার শিক্ষকের চাকরি গেল, এরই মধ্যে SSC-র সেই প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশকে নিয়ে কী সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের! তুমুল শোরগোল
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:ARNAB HAZRA
Last Updated:
SSC: শীর্ষ আদালতে তাঁর জামিনের মামলা পিছিয়ে গিয়েছে।
কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশে ২৫,৩২৭ জন শিক্ষকের চাকরি বাতিল হয়ে গিয়েছে। চারিদিকে হাহাকার। বিরোধীরা সরাসরি আঙুল তুলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দিকে। এসএসসি-র মতো সংস্থা ধ্বংস করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই পরিস্থিতিতে এসএসসি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে জেলে থাকা এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে এখনই জামিন দিল না সুপ্রিম কোর্ট।
শীর্ষ আদালতে তাঁর জামিনের মামলা পিছিয়ে গিয়েছে। বিচারপতি পঙ্কজ মিথল এবং বিচারপতি এসভিএন ভাট্টির বেঞ্চ জানায়, তিন সপ্তাহ পরে ওই মামলার শুনানি হবে। ২৯ এপ্রিল পরবর্তী শুনানি।
এদিকে, চাকরিহারা শিক্ষকদের বিষয়ে এদিনই সাংবাদিক বৈঠক করেন স্কুল সার্ভিস কমিশনের বর্তমান চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। চাকরিহারাদের আশ্বস্ত করে তিনি বলেন, “হতাশ হবেন না। আইনজীবীদের সঙ্গে আলোচনাও হয়েছে। এখনও আমরা সঠিক জানি না যে কী ভাবে কী করতে চলেছি। লিগ্যাল ক্লারিফিকেশন নিচ্ছি। সরকার থেকে চিঠিও পেয়েছি। সুপ্রিম কোর্টের রায় মেনেই নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। তবে তিন মাসের মধ্যে পুরো নিয়োগ প্রক্রিয়া করা সম্ভব নয়। বিজ্ঞপ্তি, পরীক্ষা, তার ফলেফল, ইন্টারভিইউ, প্যানেল পাবলিশ করা আছে। তাই ৩ মাসের মধ্যে পুরো নিয়োগ প্রক্রিয়া করা সম্ভব নয়।”
advertisement
advertisement
তাঁর কথায়, “যাঁরা আইনগতভাবে চাকরি পেয়েছেন তাঁদের ছাড় দিতে বলেছেন মুখ্যমন্ত্রী। আমাদের এই বিষয়ে আইনজীবীদের পরামর্শ নিতে হবে। আদালতের ব্যাখ্যাও নিতে হতে পারে। আমরা প্রস্তুতি নিয়ে রাখছি। যুদ্ধকালীন প্রস্তুতিতে কাজ করতে হবে। সেই বার্তা আমাদের সহকর্মীদের দিয়েছি।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 04, 2025 5:46 PM IST