SSC Abhijan: অভিযানের ডাক দিয়েছিলেন ‘যোগ্য’ তালিকায় থাকা শিক্ষক সুমন, সোমবার সকালেই আটক করল পুলিশ, পুলিশকে বোমা মারার কথা ঘিরে তোলপাড়
- Published by:Debalina Datta
- local18
Last Updated:
SSC Abhijan: যোগ্য শিক্ষক-শিক্ষিকা যোগ্য শিক্ষা কর্মী যোগ্য ওয়েটিং নট কল ফর ভেরিফিকেশান ও অনশনকারী মঞ্চের আহ্বায়ক সুমন।
কলকাতা: Somnath Ghosh, চাকরিহারা শিক্ষকদের এসএসসি অভিযানের ডাক দিয়েছিলেন সুমন। সেই মর্মেই মেল করেছিলেন। সুমন বিশ্বাসের ভাই সঞ্জয় বিশ্বাস জানায় সোমবার তার দাদাকে সপ্তগ্রাম স্টেশন থেকে আটক করা হয়েছে। এদিন সকালে সুমন বিশ্বাসের বাড়িতে যায় পুলিশ। শিক্ষককে সেখানে না পেয়ে ফিরে যায়৷ এদিকে বিধাননগর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে সুমন বিশ্বাস আটক করা হয়েছে গ্রেফতার করা হয়নি এখনও৷
যোগ্য শিক্ষক-শিক্ষিকা যোগ্য শিক্ষা কর্মী যোগ্য ওয়েটিং নট কল ফর ভেরিফিকেশান ও অনশনকারী মঞ্চের আহ্বায়ক সুমন।
রবিবার বিধাননগর পুলিশের ডিসি অনিশ সরকার সাংবাদিক বৈঠক করে একটি অডিও ক্লিপ প্রকাশ করেন। সেখানে শোনা যায় সোমবার এসএসসি অভিযানে গন্ডোগোল হতে পারে, তাতে এও বলা হয় পুলিশকে বোমা মারার কথা বলতে শোনা যায়৷ অডিওক্লিপটিতে গলা নাকি সুমন বিশ্বাসের- এমনটাই অভিযোগ৷
advertisement
advertisement
আন্দোলন আদালতের নির্দেশ মেনে শান্তিপূর্ন করার কথা বলা হলেও হিংসার আশঙ্কা করে পুলিশ। সুমন বিশ্বাস বেথুয়া ডহরী মেজপোতা হাইস্কুলের জীবন বিজ্ঞানের সহ শিক্ষক। রবিবারই তিনি দাবি করেছিলেন ‘‘ওই অডিও কার তার তদন্ত হোক। যোগ্য শিক্ষক যারা আন্দোলন করছেন তাদের নয়।পুলিশ তদন্ত করুক।’’
advertisement
তিনি তখনও আশঙ্কা প্রকাশ করেছিলেন তাঁকে গ্রেফতার করা হতে পারে। রবিবার ভোর সারে পাঁচটা নাগাদ পুলিশের একটি দল সুমন বিশ্বাসের বাড়িতে যায়। তাঁর খোঁজ করে। বাড়িতে ঢুকে তল্লাশি করে বলে দাবি সুমনের ভাই সঞ্জয় বিশ্বাসের। তারপরও কিছু সময় পুলিশ ছিল সুমনের বাড়ির সামনে।
সুমনের ভাই এর অভিযোগ, ‘‘আমার মা অসুস্থ। চোর ধরার মত পুলিশ এসে তল্লাশি করছে।দাদার অপরাধ কি? সে তো শান্তিপূর্ণ আন্দোলন করছে। সুবল সোরেন মারা গেল। তাদের জন্য লড়াই করছে।’’
advertisement
Somnath Ghosh
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 18, 2025 10:28 AM IST