SSC Abhijan: অভিযানের ডাক দিয়েছিলেন ‘যোগ্য’ তালিকায় থাকা শিক্ষক সুমন, সোমবার সকালেই আটক করল পুলিশ, পুলিশকে বোমা মারার কথা ঘিরে তোলপাড়

Last Updated:

SSC Abhijan: যোগ্য শিক্ষক-শিক্ষিকা যোগ্য শিক্ষা কর্মী যোগ্য ওয়েটিং নট কল ফর ভেরিফিকেশান ও অনশনকারী মঞ্চের আহ্বায়ক সুমন।

সুমন বিশ্বাসকে আটক
সুমন বিশ্বাসকে আটক
কলকাতা: Somnath Ghosh,  চাকরিহারা শিক্ষকদের এসএসসি অভিযানের ডাক দিয়েছিলেন সুমন। সেই মর্মেই মেল করেছিলেন। সুমন বিশ্বাসের  ভাই সঞ্জয় বিশ্বাস জানায় সোমবার তার দাদাকে সপ্তগ্রাম স্টেশন থেকে আটক করা হয়েছে। এদিন সকালে সুমন বিশ্বাসের বাড়িতে যায় পুলিশ। শিক্ষককে সেখানে না পেয়ে ফিরে যায়৷ এদিকে বিধাননগর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে সুমন বিশ্বাস আটক করা হয়েছে  গ্রেফতার করা হয়নি এখনও৷
যোগ্য শিক্ষক-শিক্ষিকা যোগ্য শিক্ষা কর্মী যোগ্য ওয়েটিং নট কল ফর ভেরিফিকেশান ও অনশনকারী মঞ্চের আহ্বায়ক সুমন।
রবিবার বিধাননগর পুলিশের ডিসি অনিশ সরকার সাংবাদিক বৈঠক করে একটি অডিও ক্লিপ প্রকাশ করেন।  সেখানে শোনা যায় সোমবার এসএসসি অভিযানে গন্ডোগোল হতে পারে, তাতে এও বলা হয় পুলিশকে বোমা মারার কথা বলতে শোনা যায়৷  অডিওক্লিপটিতে গলা নাকি সুমন বিশ্বাসের- এমনটাই অভিযোগ৷
advertisement
advertisement
আন্দোলন আদালতের নির্দেশ মেনে শান্তিপূর্ন করার কথা বলা হলেও হিংসার আশঙ্কা করে পুলিশ। সুমন বিশ্বাস বেথুয়া ডহরী মেজপোতা হাইস্কুলের জীবন বিজ্ঞানের সহ শিক্ষক। রবিবারই তিনি দাবি করেছিলেন ‘‘ওই অডিও কার তার তদন্ত হোক। যোগ্য শিক্ষক যারা আন্দোলন করছেন তাদের নয়।পুলিশ তদন্ত করুক।’’
advertisement
তিনি তখনও আশঙ্কা প্রকাশ করেছিলেন তাঁকে গ্রেফতার করা হতে পারে। রবিবার ভোর সারে পাঁচটা নাগাদ পুলিশের একটি দল সুমন বিশ্বাসের বাড়িতে যায়। তাঁর খোঁজ করে। বাড়িতে ঢুকে তল্লাশি করে বলে দাবি সুমনের ভাই সঞ্জয় বিশ্বাসের। তারপরও কিছু সময় পুলিশ ছিল সুমনের বাড়ির সামনে।
সুমনের ভাই এর অভিযোগ, ‘‘আমার মা অসুস্থ। চোর ধরার মত পুলিশ এসে তল্লাশি করছে।দাদার অপরাধ কি? সে তো শান্তিপূর্ণ আন্দোলন করছে। সুবল সোরেন মারা গেল। তাদের জন্য লড়াই করছে।’’
advertisement
Somnath Ghosh
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
SSC Abhijan: অভিযানের ডাক দিয়েছিলেন ‘যোগ্য’ তালিকায় থাকা শিক্ষক সুমন, সোমবার সকালেই আটক করল পুলিশ, পুলিশকে বোমা মারার কথা ঘিরে তোলপাড়
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement