#pulwamaAttackপুলওয়ামার জঙ্গি হানার বিরুদ্ধে কলম ধরলেন শ্রীজাত!
Last Updated:
#কলকাতা: পুলওয়ামার জঙ্গি হানা দেখে চুপ থাকতে পারলেন না কবি শ্রীজাত। ধরে ফেললেন কলম। তাঁর কবিতার মধ্যে দিয়েই ফুটে উঠেছে কবি হৃদয়ের যন্ত্রণা। পড়ুন সেই কবিতা---
১৪ ফেব্রুয়ারি
শ্রীজাত
advertisement
সারা দিনমান ভালবেসে ভালবেসে
সন্ধে এনেছে ঝাঁঝরা দেহের স্তূপ...
রক্তের ধারা কীভাবে ঝিলমে মেশে
সে-দৃশ্য দেখে পীরপাঞ্জাল চুপ।
শান্ত থাকাও এক ধরণের ক্রোধ
ফসিলের গায়ে প্রাণ খোঁজবার মতো
অন্যের দামে তুলতে চেয়েছি শোধ –
নিজে চিরকালই থেকে গেছি অক্ষত।
বাড়ি ব’সে এই কবিতা লিখব আমি
তুমি হেঁটে যাবে কাঁপা মোমবাতি হাতে
advertisement
সমস্ত পথই আসলে নরকগামী
কিছু কিছু ঘরে ছেলেরা ফেরে না রাতে।
কালই এই ক্ষোভ ভুলে যাব সমবেত।
স্বভাবের দায়ে আজ দাঁড়াচ্ছি রুখে
সহজেই যদি সমাধান দেওয়া যেত –
কীভাবে তাহলে বাঁচতাম, ফেসবুকে?
দেশ বুকে নিয়ে, দেহ মুড়ে পতাকায়
শেষ বিউগল যাদের জন্য বাজে,
তাদের জীবন এক মুহূর্তে যায়
মৃত্যু সাজায় চিরকালীনের সাজে।
advertisement
হয়তো তখনই বুঝতেন কলহন
রাজতরঙ্গ বয়ে যাবে কোন স্রোতে...
হাওয়া ডেকে মরে, ‘রঞ্জন! রঞ্জন!’
কাশ্মীরে আজও রক্তকরবী ফোটে!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 15, 2019 9:01 PM IST