শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বেই কি বন্ধ নিষিদ্ধপল্লীর খুদেদের ক্রীড়া প্রতিযোগিতা!
Last Updated:
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের মূল্য চোকাতে হল কচিকাঁচাদেরও। সব প্রস্তুতি নিয়েও বানচাল হয়ে গেল নিষিদ্ধপল্লির শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা। রবিবার, চিৎপুর রবীন্দ্র কাননে শিশুদের এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে একটি স্বেচ্ছাসেবী সংস্থা।
#কলকাতা: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের মূল্য চোকাতে হল কচিকাঁচাদেরও। সব প্রস্তুতি নিয়েও বানচাল হয়ে গেল নিষিদ্ধপল্লির শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা। রবিবার, চিৎপুর রবীন্দ্র কাননে শিশুদের এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। তাতে আমন্ত্রিত ছিলেন সাধন পাণ্ডে। কিন্তু, আমচকা শশী পাঁজার অনুগামী স্থানীয় কাউন্সিলর মাঠ দিতে বেঁকে বসেন। আবেদন নিবেদনেও কান দেননি তিনি।
স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে নিষিদ্ধপল্লির শিশুদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা। সংস্থার দাবি, অনুষ্ঠানের জন্য চিৎপুর এলাকার কাউন্সিলর রবীন চট্টোপাধ্যায়ের থেকে স্থানীয় রবীন্দ্র কানন ময়দানটি ব্যবহারের অনুমতিও নেওয়া হয়। কিন্তু, আচমকা মাঠ দিতে অস্বীকার করা হয়। কিন্তু, কেন আচমকা মাঠ ব্যবহারে অনুমতি মিলল না?
ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ছায়াই দেখছেন স্থানীয়রা। বিধায়ক শশী পাঁজার এলাকায়, স্বেচ্ছাসেবী সংস্থার ওই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন আরেক তৃণমূল কংগ্রেস বিধায়ক সাধন পাণ্ডে। স্থানীয় রাজনৈতিক সমীকরণে কাউন্সিলর রবীন চট্টোপাধ্যায় শশী পাঁজার অনুগামী। প্রশ্ন উঠছে, এবার কি খেলার মাঠেও ঢুকে পড়ল শশী-সাধনের গোষ্ঠীদ্বন্দ্ব?
advertisement
advertisement
দুই বিধায়কের ঝগড়ায় নাকি জড়াতে চান না স্থানীয় কাউন্সিলর রবীন চট্টোপাধ্যায়। এমনই প্রতিক্রিয়া দিয়েছেন তিনি।
এর আগেও উত্তর কলকাতার বিভিন্ন অনুষ্ঠানে শশী-সাধনের উপস্থিতিকে ঘিরে রাজনীতি কম হয়নি। কিন্তু ক্রীড়া প্রতিযোগিতায় নামতে না পেরে কচিকাঁচাদের মুখে হতাশাই বলে দিচ্ছিল রাজনৈতিক এই দ্বন্দ্বের পরিণাম।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
December 19, 2016 9:03 AM IST