জেডিইউ থেকে বহিষ্কৃত, এবার কী তৃণমূলে প্রশান্ত কিশোর ?

Last Updated:

ফেব্রুয়ারিতে রাজ্যসভার ৫টিরও বেশি আসন ফাঁকা হচ্ছে তৃণমূলের ৷ রাজনৈতিক মহলের জল্পনা, তাহলে কী এবার তৃণমূলের টিকিটে রাজ্যসভায় যাচ্ছেন প্রশান্ত কিশোর?

 #কলকাতা:  পরামর্শদাতার ভুমিকা ছেড়ে কি এবার সরাসরি তৃণমূলেই যাচ্ছেন প্রশান্ত কিশোর? বুধবার প্রশান্তকে জনতা দল ইউনাইটেড থেকে বহিষ্কার করেছে বিহারের মুখ্য়মন্ত্রী নীতীশ কুমার ৷ তারপর থেকেই প্রশান্ত কিশোরের তৃণমূলে যোগ দেওয়া নিয়ে জল্পনা তুঙ্গে ৷
দীর্ঘদিন ধরেই তৃণমূলের সঙ্গে জড়িয়ে প্রশান্ত কিশোর ৷ তাঁর উপর আস্থা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৷ প্রশান্তের সঙ্গে কাজ করার ফল হাতেনাতে পেয়েছে তৃণমূল ৷ ৩টি উপনির্বাচনের বিরোধীদের উড়িয়ে জিতেছে ঘাস ফুল শিবির ৷ ফেব্রুয়ারিতে রাজ্যসভার ৫টিরও বেশি আসন ফাঁকা হচ্ছে তৃণমূলের ৷ রাজনৈতিক মহলের জল্পনা, তাহলে কী এবার তৃণমূলের টিকিটে রাজ্যসভায় যাচ্ছেন প্রশান্ত কিশোর? তিনি নিজেও ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, কয়েক দিনের মধ্যেই ভবিষ্যতের পরিকল্পনার কথা জানাবেন তিনি ৷ প্রশান্ত বহিষ্কার হওয়ার পর পটনাতেও তাঁর তৃণমূল যোগদান নিয়ে জোর জল্পনা ৷
advertisement
পাশাপাশি প্রশান্তের বিজেপি বিরোধিতার তত্ত্বও সামনে আসছে ৷ অভিযোগ, প্রশান্ত কিশোরকে সাংসদ হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি ৷ কিন্তু পরে তা রাখা হয়নি ৷ মোদি-শাহের উপর এই রাগ কাজে লাগাতে চায় তৃণমূল ৷ প্রশান্তের মত পেশাদারকে এই সম্মান দিলে পেশাগত দায়বদ্ধতা ছাড়াও আন্তরিকতার বন্ধন তৈরি হবে প্রশান্ত-তৃণমূল রসায়নে।
advertisement
বুধবার দল থেকে বহিষ্কারের খবর পাওয়ার পর পটনার ঘনিষ্ঠ মহলে প্রশান্ত জানিয়েছেন, নীতীশ কুমার তাঁর রাস্তা আরও সহজ করে দিয়েছেন।। তবে কি ব্লু প্রিন্ট তৈরিই করে ফেলেছেন ? তৃণমূলে যোগদান এখন কি তবে শুধুই সময়ের অপেক্ষা ? চলছে জল্পনা ৷
advertisement
SOURAV GUHA
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
জেডিইউ থেকে বহিষ্কৃত, এবার কী তৃণমূলে প্রশান্ত কিশোর ?
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement