জেডিইউ থেকে বহিষ্কৃত, এবার কী তৃণমূলে প্রশান্ত কিশোর ?

Last Updated:

ফেব্রুয়ারিতে রাজ্যসভার ৫টিরও বেশি আসন ফাঁকা হচ্ছে তৃণমূলের ৷ রাজনৈতিক মহলের জল্পনা, তাহলে কী এবার তৃণমূলের টিকিটে রাজ্যসভায় যাচ্ছেন প্রশান্ত কিশোর?

 #কলকাতা:  পরামর্শদাতার ভুমিকা ছেড়ে কি এবার সরাসরি তৃণমূলেই যাচ্ছেন প্রশান্ত কিশোর? বুধবার প্রশান্তকে জনতা দল ইউনাইটেড থেকে বহিষ্কার করেছে বিহারের মুখ্য়মন্ত্রী নীতীশ কুমার ৷ তারপর থেকেই প্রশান্ত কিশোরের তৃণমূলে যোগ দেওয়া নিয়ে জল্পনা তুঙ্গে ৷
দীর্ঘদিন ধরেই তৃণমূলের সঙ্গে জড়িয়ে প্রশান্ত কিশোর ৷ তাঁর উপর আস্থা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৷ প্রশান্তের সঙ্গে কাজ করার ফল হাতেনাতে পেয়েছে তৃণমূল ৷ ৩টি উপনির্বাচনের বিরোধীদের উড়িয়ে জিতেছে ঘাস ফুল শিবির ৷ ফেব্রুয়ারিতে রাজ্যসভার ৫টিরও বেশি আসন ফাঁকা হচ্ছে তৃণমূলের ৷ রাজনৈতিক মহলের জল্পনা, তাহলে কী এবার তৃণমূলের টিকিটে রাজ্যসভায় যাচ্ছেন প্রশান্ত কিশোর? তিনি নিজেও ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, কয়েক দিনের মধ্যেই ভবিষ্যতের পরিকল্পনার কথা জানাবেন তিনি ৷ প্রশান্ত বহিষ্কার হওয়ার পর পটনাতেও তাঁর তৃণমূল যোগদান নিয়ে জোর জল্পনা ৷
advertisement
পাশাপাশি প্রশান্তের বিজেপি বিরোধিতার তত্ত্বও সামনে আসছে ৷ অভিযোগ, প্রশান্ত কিশোরকে সাংসদ হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি ৷ কিন্তু পরে তা রাখা হয়নি ৷ মোদি-শাহের উপর এই রাগ কাজে লাগাতে চায় তৃণমূল ৷ প্রশান্তের মত পেশাদারকে এই সম্মান দিলে পেশাগত দায়বদ্ধতা ছাড়াও আন্তরিকতার বন্ধন তৈরি হবে প্রশান্ত-তৃণমূল রসায়নে।
advertisement
বুধবার দল থেকে বহিষ্কারের খবর পাওয়ার পর পটনার ঘনিষ্ঠ মহলে প্রশান্ত জানিয়েছেন, নীতীশ কুমার তাঁর রাস্তা আরও সহজ করে দিয়েছেন।। তবে কি ব্লু প্রিন্ট তৈরিই করে ফেলেছেন ? তৃণমূলে যোগদান এখন কি তবে শুধুই সময়ের অপেক্ষা ? চলছে জল্পনা ৷
advertisement
SOURAV GUHA
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
জেডিইউ থেকে বহিষ্কৃত, এবার কী তৃণমূলে প্রশান্ত কিশোর ?
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement