লকডাউনে মিলল না সর্বক্ষণের ভরসা 'হ্যান্ড ক্রাচ'-এর রাবার, বিপাকে বিশেষভাবে সক্ষম ব্যক্তি
- Published by:Rukmini Mazumder
Last Updated:
বিশেষভাবে সক্ষম সন্তোষের প্রতি মুহূর্তের সঙ্গী এই ক্রাচটি...
#কলকাতা: লকডাউনের সমস্যার শেষ নেই, কারও খাদ্য সঙ্কট তো কারও আর্থিক সঙ্কট। লকডাউনে সমস্যায় ফেলেছে হ্যান্ড ক্রাচের রাবারটা। ছোট থেকেই এই জিনিসটার সঙ্গে পরিচয় সন্তোষ কুমার রজকের। বিশেষভাবে সক্ষম সন্তোষের প্রতি মুহূর্তের সঙ্গী এই ক্রাচটি। এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে একমাত্র ভরসা এই দুটি 'পা'। কর্মসূত্রে মাঝে মধ্যেই শহরে বিভিন্ন প্রান্তে যেতে হয়, তার জন্য আরও এক সঙ্গী প্রতিবন্ধী সাইকেল। সরকারি তরফে বারবার জানানো হচ্ছে, নিজের ঘরে নিজে থাকুন। ঘরের বাইরে বেরলেই চলছে পুলিশের ধরপাকড়।
কাশীনাথ মল্লিক লেনের বাসিন্দা সন্তোষ কুমার রজক বাড়িতে একা নন, আছেন তার পরিবারের একাধিক ব্যক্তি। প্রয়োজনীয় রাবারের সন্ধান করলেই পড়তে হবে পুলিশের ধরপাকরের মুখে। সেই ভয় থেকেই বিশেষভাবে সক্ষম সন্তোষ নিজেই বিশেষ ধরনের সাইকেল নিয়ে বেরিয়ে পড়লেন। সকাল গড়িয়ে দুপুর হলেও কোনও দোকানে মিলছিল না ক্রাচের রাবার, তারমধ্দোযে অনেক দোনাকই বন্ধ! তাঁর কথায়, ' ওষুধের হোম ডেলিভারি হলেও এই ধরনের গুরুত্বপূর্ণ সামগ্রীরও হোম ডেলিভারি হয় না। শহরের মেডিক্যাল কলেজ চত্বর, চাঁদনী এলাকা, ধর্মতলা চত্বর ঘুরেও মিলল না রাবার।' রবিবার গোটাদিন ঘুরে ব্যার্থ হয়ে সন্তোষ কুমার রজকের একটাই মন্তব্য 'আবার আগামিকাল।'
advertisement
Susovan Bhattacharya
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 27, 2020 11:55 PM IST