Anubrata Mondal: ২১ জুলাইয়ের প্রস্তুতির জন্য জেলার নেতাদের নিয়ে বিশেষ বৈঠক তৃণমূলের! ছিলেন অনুব্রত মণ্ডলও
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Anubrata Mondal: ২৬-এর বিধানসভা ভোটের আগে তৃণমূলের মেগা সমাবেশ। ২১ জুলাই শহিদ সমাবেশ থেকেই ২৬-এর ঢাকে কাঠি পড়বে বলে জানা গিয়েছে। সেই জন্যই জেলার নেতাদের নিয়ে বৈঠক।
কলকাতা: ২৬-এর বিধানসভা ভোটের আগে তৃণমূলের মেগা সমাবেশ। ২১ জুলাই শহিদ সমাবেশ থেকেই ২৬-এর ঢাকে কাঠি পড়বে বলে জানা গিয়েছে। ২১শে জুলাইয়ের বার্ষিক সমাবেশ ঘিরে প্রস্তুতি নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে। জেলা সভাপতি, জেলা চেয়ারম্যান ও কোর কমিটির সদস্যদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। সমাবেশের প্রস্তুতি নিয়ে ওই বৈঠকে হাজির থাকবেন রাজ্যের একাধিক শীর্ষ নেতা।
এই সমাবেশ থেকেই বিধানসভা ভোটের লড়াই শুরু করবে তৃণমূল। তাই সমস্ত জেলা থেকেই ব্যাপক জমায়েত চাইছে শাসক দল, এতে যেমন দলীয় নেতৃত্বের মনোবল বাড়বে তেমন বিরোধীদেরও বার্তা দেওয়া যাবে।
advertisement
পাশাপাশি ভাইরাল অডিও-কাণ্ডের পরে প্রথমবার দলের শীর্ষ নেতৃত্বর মুখোমুখি হবেন অনুব্রত মণ্ডল। বীরভূমের সাংগঠনিক দায়িত্বে থাকা কোর কমিটিকে ডাকা হয়েছে ২১শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠকে। সেখানেই কোর কমিটির সদস্য হিসাবে হাজির থাকবেন অনুব্রত।
advertisement
বীরভূম নিয়ে বিশেষ বার্তা দেওয়া হতে পারে আজকের বৈঠকে। দলের নির্দেশে ক্ষমা চাইলেও, অনুব্রতর বক্তব্য নিয়ে বিব্রত হতে হয়েছে দলকে। এই অবস্থায় প্রস্তুতি সমাবেশে তাকে নিয়ে বিশেষ বার্তা থাকে কিনা সেদিকে নজর রাজনৈতিক মহলের। সমাবেশের জন্য বদলে ফেলা হল প্রোফাইল পিকচার সোশ্যাল মিডিয়ায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 14, 2025 1:30 PM IST