হোম /খবর /কলকাতা /
নাটকে ইতি, রিস্ক বন্ডে সই করলেন শোভন! আজই হাসপাতাল থেকে মুক্তি?

নাটকে ইতি, রিস্ক বন্ডে সই করলেন শোভন! আজই হয়তো বাড়ি ফিরছেন

এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ শোভন- বৈশাখীর৷

এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ শোভন- বৈশাখীর৷

এ দিন এসএসকেএম হাসপাতালে বিস্ফোরক অভিযোগ করেন শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)৷ তিনি দাবি করেন, জোর করে তাঁকে হাসপাতালে আটকে রাখা হয়েছে৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: দিনভর নাটকের পর অবশেষে হয়তো হাসপাতাল থেকে ছুটি পেতে চলেছেন শোভন চট্টোপাধ্যায়৷ তবে ব্যক্তিগত রিস্ক বন্ডে সই করেই হাসপাতাল ছাড়ছেন শোভন৷ ইতিমধ্যেই শোভনের রিস্ক বন্ডের কাগজপত্র প্রেসিডেন্সি জেলের সুপারকে পাঠিয়ে দেওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালের তরফে৷ নিয়ম মেনে এর পর জেল কর্তৃপক্ষ শোভনকে নিতে হাসপাতালে আসবেন৷ সেখান থেকে তাঁকে প্রথমে নিয়ে যাওয়া হবে প্রেসিডেন্সি জেলে৷ তার পর গোলপার্কের ফ্ল্যাটে ফিরবেন শোভন৷ সেখানেই গৃহবন্দি থাকতে হবে শোভনকে৷ সব প্রক্রিয়া মিটিয়ে এ দিন রাতেই বাড়ি ফিরতে পারেন প্রাক্তন মেয়র৷

এ দিন এসএসকেএম হাসপাতালে বিস্ফোরক অভিযোগ করেন শোভন চট্টোপাধ্যায়৷ তিনি দাবি করেন, জোর করে তাঁকে হাসপাতালে আটকে রাখা হয়েছে৷ প্রতিবাদে গতকাল থেকে তিনি কিছু খাননি বলেও দাবি করেছেন শোভন৷ তাঁর অভিযোগ, অসুস্থতার অজুহাতে তাঁকে হাসপাতালে আটকে রাখা হয়েছে৷ কিন্তু তিনি সুস্থ৷ একই অভিযোগ করেছেন শোভনের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও৷ তাঁরও অভিযোগ, কারও অঙ্গুলী হেলনেই হাসপাতাল থেকে বাড়ি ফিরতে দেওয়া হচ্ছে না শোভনকে৷ নারদ কাণ্ডে ধৃত প্রাক্তন মেয়র আরও অভিযোহ করেন, রিস্ক বন্ডে সই করতে চাইলেও তাঁকে বাড়ি যেতে দিচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ৷

একই সঙ্গে বৈশাখী অভিযোগ করেন, হাসপাতালে ন্যূনতম চিকিৎসা হচ্ছে না শোভনের৷ এমন কি, গতকাল থেকে তাঁর সুগার- প্রেসারও পরীক্ষা করা হয়নি বলে অভিযোগ করেন বৈশাখী৷ এর পরে শোভনের শারীরিক অবস্থার কোনও অবনতি হলে তার দায় কে নেবে, সেই প্রশ্নও তোলেন বৈশাখী৷

শোভনের এই সমস্ত অভিযোগই অবশ্য খারিজ করে দেয় এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষের৷ হাসপাতালের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, শোভনের চিকিৎসায় কোনও গাফিলতি হয়নি৷ হাসপাতালে ভর্তি তিন নেতার চিকিৎসায় কোনও বৈষম্যও করা হয়নি বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ৷ তাদের দাবি, শোভনকে হাসপাতালে রেখে চিকিৎসার পক্ষেই মত দিয়েছিলেন চিকিৎসকরা৷

শোভন অবশ্য এ দিন সংবাদমাধ্যমের সামনে অভিযোগ করেন, 'অহেতুক কিছু জটিলতা হচ্ছে৷ যেগুলি কখনওই বাঞ্ছনীয় ছিল না৷ গতকাল থেকে যখন আমার চিকিৎসা সম্পন্ন হয়ে যায়, আমি এখানকার মেডিক্যাল সুপারকেও জানিয়েছিলাম যে রিস্ক বন্ডেও সই করে বাড়ি ফিরতে আমি রাজি৷ এসএসকেএম হাসপাতাল থেকে আমাকে ঠিক মতো ডিসচার্জ করা হচ্ছে না৷ অথবা জেল সুপার সেই কাগজপত্রকে গুরুত্ব দিচ্ছেন না৷ যাঁদের নির্দেশ, উপদেশে এ সব হচ্ছে, তাঁদের বলছি, এ ভাবে আমাকে দমিয়ে রাখা যাবে না৷'

প্রেসিডেন্সি জেল সূত্রে খবর, গোলপার্কে সাদার্ন অ্যাভিনিউ-এর ফ্ল্যাটেই ফিরবেন শোভন৷ কারণ তাঁকে সেখান থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছিল৷

Arup Dutta
Published by:Debamoy Ghosh
First published:

Tags: Baisakhi Banerjee, Narada Scam, Sovan Chatterjee